বিএনপি থেকে শমসের মবিন চৌধুরীর পদত্যাগ

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি থেকে শমসের মবিন চৌধুরীর পদত্যাগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



 

বঙ্গ-নিউজ ডটকমঃ

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি লিখেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

মবিন জানান, বুধবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তবে মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

শমসের মবির চৌধুরী আরো বলেন, ‘আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। শারীরিকভাবে এখন আর রাজনীতি করার মতো অবস্থায় নেই। এ কারণে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।’

এখন পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, ‘কী করবো সেটা পরিকল্পনা এখনো করিনি। চিকিৎসাই এখন মূখ্য। চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার চিন্তা করেছি। নতুন মেশিন রিডেবল পাসপোর্টের জন্যও আবেদন জমা দিয়েছি। হাতে পেলেই বিদেশ যাবো।’

নির্বাচনে অংশ না নিলেও দলের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন শমসের মবিন চৌধুরী। বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্রসচিবের দায়িত্বে।

উল্লেখ্য, বিএনপির শীর্ষ নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মবিন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন তিনি। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান মবিন। ২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৫৫   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ