বুলগেরিয়ার নদীতে সোনা!!!

Home Page » এক্সক্লুসিভ » বুলগেরিয়ার নদীতে সোনা!!!
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



gold.jpgবঙ্গনিউজ ডটকমঃ বুলগেরিয়ার কাজানলাক এলাকায় তুন্দঝা নদী থেকে তোলা বালির বিভিন্ন উপাদানের মধ্যে সোনার কণা। গত আগস্টে তোলা ছবিটি আজ বুধবার প্রকাশিত। ছবি: এএফপিবুলগেরিয়ায় নদীতে মিলছে সোনার কণা। তা সংগ্রহে লেগে আছে শত শত মানুষ। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত আগস্টে প্রকাশিত দেশটির এক সরকারি প্রতিবেদন অনুসারে, বুলগেরিয়ার প্রায় সব নদীতে এমন সোনার কণা আছে।

বুলগেরিয়ায় নদীতে থাকা এই সোনার কণা প্রাচীন থ্রেশানদের তৈরি করা অলংকারের বলে ধারণা করা হয়।

অবশ্য বুলগেরিয়ায় কাঁকর-নুড়ি থেকে সোনার কণা পৃথক করার কাজে জড়িত ব্যক্তিদের সংগঠনের প্রধান কিরিল স্তামেনভের ভাষ্য, সেখানে সব সময়ই সোনা ছিল। আজকের বুলগেরিয়া থ্রেশান সভ্যতার অধীনে ছিল বলেই সোনা মিলছে, বিষয়টি এমন নয়।
স্তামেনভ বলেন, বুলগেরিয়ার সব শ্রেণি-পেশার মানুষকেই এই সোনার চাকচিক্য আকৃষ্ট করছে।

নারী-পুরুষ নদীতে নামে। মূল্যবান ধাতুর আশায় তারা ধৈর্য নিয়ে কাঁকর-নুড়ি ধোয়ার কাজ করে।

নদী থেকে সোনার কণা সংগ্রহ অনেকের জন্য আবেগের বিষয় হয়ে উঠেছে। এমনই একজন ৩১ বছর বয়সী নিকোলে কস্তাদিনোভ। তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বছরজুড়ে এই কাজ করেন। দুই বছর হলো এই কাজে লেগে আছেন তাঁরা। কস্তাদিনোভের ভাষ্য, সোনার টান দুর্নিবার।

তবে নদী থেকে সোনার কণা সংগ্রহ করার কাজটা খুব একটা সহজ নয়। এতে অনেক সময় ও ধৈর্যের দরকার পড়ে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:৪১   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ