রোবটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে বুয়েট

Home Page » এক্সক্লুসিভ » রোবটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে বুয়েট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



ttttttttt.jpgবঙ্গনিউজ ডটকমঃ সম্প্রতি মালয়েশিয়ার লংকাউয়িতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম দিশারী’। এ প্রতিযোগিতার নাম আইইইই-আরএএস ইন্টারন্যাশনাল রোবট প্রাইড কমপিটিশন-২০১৫। তিনজনের এ দলে রয়েছেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া হায়দার, ধীমান চৌধুরী এবং মৃন্ময় সরকার।
প্রতিযোগিতাটি আয়োজনের তত্ত্বাবধানে ছিল মালয়েশিয়ার রোবোটিকস অ্যান্ড অটো মোশন সোসাইটি।
প্রতিযোগিতা প্রসঙ্গে জাকারিয়া বলেন, ‘অনলাইনে আবেদনের পর যাচাই-বাছাই শেষে আমরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পাই। প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। এর বিশ্ববিদ্যালয় বিভাগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার ১৬ টি দল অংশ নেয়। সেখানে আমাদের তৈরি রোবট প্রদর্শনের পর বিচারকদের সম্মিলিত সিদ্ধান্তে আমরা স্বর্ণপদক পেয়েছি। সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়।’এই প্রোজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ শেখ আনোয়ারুল ফাত্তাহ।

রোবট প্রসঙ্গে ধীমানের ভাষ্য, ‘আমাদের তৈরি রোবটটির নাম ‘ম্যাপ-এক্সপ্লোরার’। এটি ধ্বংসস্তূপের নিচে গিয়ে মানুষের অবস্থান নির্ণয়ের চেষ্টা করতে পারে। দূর থেকে রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে; আর রোবটের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি সরাসরি ভেসে উঠবে পর্দায়।’

টিম দিশারীর অন্য সদস্য মৃন্ময় বলেন, ‘প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জেতার অনুভূতি অসাধারণ।’

ম্যাপ এক্সপ্লোরার রোবটটিকে আরও ব্যবহার উপযোগী করে তৈরির জন্য কাজ চলছে বলে জানালেন এর নির্মাতারা।

বাংলাদেশ সময়: ১০:৪২:২৪   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ