‘সবজান্তা’ ফেইসবুক!

Home Page » ফিচার » ‘সবজান্তা’ ফেইসবুক!
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



‘সবজান্তা’ ফেইসবুক!

বঙ্গ-নিউজ ডটকমঃ

নেছার এ নিশানঃ

একজন ব্যবহারকারী তার নিজের সম্পর্কে যতটা না জানেন, ওই ব্যবহারকারীর সম্পর্কে তার চেয়েও ‘বেশি জানে’ সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক! বিষয়টি ঠিক বিশ্বাসযোগ্য মনে না হলেও, এই কথা বলার পেছনের যৌক্তিক ব্যখ্যা এক প্রতিবেদনে তুলে ধরেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চ জানিয়েছে, ব্যবহারকারী ফেইসবুকে লগইন করার পর থেকে নিউজফিডের কোন পোস্টটিতে লাইক দিচ্ছেন, কোনটি এড়িয়ে যাচ্ছেন, কোন পোস্টে ইতিবাচক, আর কোনটিতে নেতিবাচক মন্তব্য প্রকাশ করছেন, মেসেঞ্জারের মাধ্যমে কাকে কী মেসেজ পাঠাচ্ছেন, কী ধরনের ছবি পোস্ট করছেন ইত্যাদি সব ডেটাই ফেইসবুক নিজ সংগ্রহে রাখে।

বিষয়টি যদি তাই হয়, তাহলে একবার চিন্তা করে দেখুন বর্তমানে ফেইসবুকের কী পরিমাণ ব্যবহারকারী রয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কত মানুষের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করছে। ইতোমধ্যেই ব্যবহারকারীরা নিজেদের যে পরিমাণ ব্যক্তিগত ডেটা স্বেচ্ছায় ফেইসবুককে দিয়েছেন, তাতে প্রতিষ্ঠানটি সহজেই ব্যবহারকারীর একটি ‘ডিজিটাল চিত্র’ দাঁড় করিয়ে ফেলতে পারে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।

ব্যাপারটি আরও ভালভাবে বুঝাতে সাইটটি একটি উদাহরণ দিয়েছে। ধরে নেওয়া যাক, আপনি একজন ফেইসবুক ব্যবহারকারী। অনেকদিন ধরে ফেইসবুক ব্যবহার করছেন। আপনার দেওয়া ডেটার মাধ্যমে ফেইসবুক সহজেই নির্ণয় করতে পারবে, আপনি নেতিবাচক নাকি ইতিবাচক মনোভাব পোষণ করেন, আপনার চাকরি করার ইচ্ছা রয়েছে নাকি আপনার আগ্রহ ব্যবসার দিকে। ঠিক এরকমভাবে আপনি কর্মঠ নাকি অলস, আপনার রাজনৈতিক ও ধর্মীয় চিন্তাধারা, ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ ইত্যাদি কোনো কিছুই বের করতে ফেইসবুকের খুব বেশি সময় লাগবে না।

দেখা যাবে কোনো সমস্যার সমাধান আপনি কীভাবে করতে পারেন, তা আপনার দেওয়া ডেটার মাধ্যমেই হিসেব করে আপনার আগেই বের করে ফেলতে পারবে ফেইসবুক! অনেকেই হয়তো এক্ষেত্রে মনে করতে পারেন পারে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে গুগল প্রতিনিয়ত ব্যবহারকারীদের আরও বেশি ডেটা সংগ্রহ করছে, তাহলে শুধু ফেইসবুকই কী ভাবে ব্যবহারকারীর ডিজিটাল চিত্র তৈরি করতে পারে?

উত্তর খুবই সহজ বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। গুগল ব্যবহারকারীদের যে ডেটাগুলো সংগ্রহ করতে পারে তা এতটা ব্যক্তিগত নয়। অন্যদিকে ফেইসবুক যে ডেটাগুলো সংগ্রহ করার সুযোগ পায় তা ‘সম্পূর্ণই ব্যক্তিগত’।

বাংলাদেশ সময়: ৯:৪৯:৪৫   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ