মুসলিম দাতার অনুদানে ‘রনদা অ্যাওয়ার্ড’।।

Home Page » আজকের সকল পত্রিকা » মুসলিম দাতার অনুদানে ‘রনদা অ্যাওয়ার্ড’।।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



মুসলিম দাতার অনুদানে ‘রনদা অ্যাওয়ার্ড’

বঙ্গ-নিউজ ডটকমঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগে ‘রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড অব একাডেমিক এক্সিলেন্স’ চালু করা হয়েছে। প্রয়াত রনদা প্রসাদ রায়ের স্মৃতি রক্ষার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসলিম দাতা এই অর্থ দিয়েছেন। এ পুরস্কারের অর্থও পাবে দুই জন হিন্দু শিক্ষার্থী।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে এই অ্যাওয়ার্ড প্রবর্তনের লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ ড. গৌর গোবিন্দ গোস্বামী ২৪ লাখ ৪৪ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আরশাদ মোমেন, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবদুস সামাদ, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকারসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের বিএস ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত হিন্দু ধর্মাবলম্বী দু’জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অ্যাওয়ার্ড প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদানের ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও মনোযোগী হবে। দাতার দৃষ্টান্ত অনুসরণ করে মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, রনদা প্রসাদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ২৫মার্চ কালরাতে তিনি বর্বর পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ৯:৪৫:৫৫   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ