ফায়ার সার্ভিস ১৭৮ কর্মকর্তা নেবে।।

Home Page » আজকের সকল পত্রিকা » ফায়ার সার্ভিস ১৭৮ কর্মকর্তা নেবে।।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫



fire

বঙ্গনিউজ ডটকমঃ

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে রাজস্ব খাতে স্টেশন অফিসার ও স্টাফ অফিসার নিয়োগ দেয়া হবে। পদসংখ্যা ১৭৮ জন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্টেশন অফিসার পদে ১৪১ জন এবং স্টাফ অফিসার পদে ৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। স্টেশন অফিসার পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য ক্ষেত্রে স্টাফ অফিসার পদে নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, আর আবেদন করতে পারবেন ১৯ নভেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত।

স্টেশন অফিসার পদে যোগ্যতা

* শিক্ষাগত যোগ্যতা : স্টেশন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে।
* শারীরিক যোগ্যতা : আবেদনকারীর উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি এবং ওজন হতে হবে কমপক্ষে ১১০ পাউন্ড।
স্টাফ অফিসার পদে যোগ্যতা
* শিক্ষাগত যোগ্যতা : স্টাফ অফিসার পদে আবেদনের জন্যও প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে।
* শারীরিক যোগ্যতা : নারী-পুরুষ সবারই উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি এবং ওজন হতে হবে কমপক্ষে ১১০ পাউন্ড। এছাড়া প্রার্থীদের শারীরিক গঠন অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
আবেদনকারীর বয়স :

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার ও স্টাফ অফিসার পদে আবেদনকারীর বয়স গত ১ অক্টোবর, ২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধায় কোটায় :

মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সরাসরি আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়েবসাইট, www.fireservice.gov.bd এই ঠিকানায়। এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে একশ টাকার ট্রেজারিচালান কোড নম্বর ১-২২৬১-০০০০-২০৩১-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা ৫ সেমি x ৫ সেমি সাইজের তিন কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি পূরণকৃত ফরমের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ১৯ নভেম্বরের মধ্যে মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ঢাকা বরাবরে ডাকযোগে প্রেরণ করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ঢাকার ১ নম্বর গেটে রক্ষিত বাক্সেও আবেদনপত্র জমা দেয়া যাবে। তবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া :

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের ঠিকানায় লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে। সেখানে উল্লিখিত স্থান ও সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে।
বেতন-ভাতা কেমন হবে :
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত স্টেশন অফিসার এবং স্টাফ অফিসাররা ৫৫০০-১২০৯৫ টাকা স্কেলে বেতন পাবেন।

বাংলাদেশ সময়: ৪:০৫:৪৮   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ