নতুন শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ নেওয়ার বিধানে পরিবর্তন

Home Page » অর্থ ও বানিজ্য » নতুন শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ নেওয়ার বিধানে পরিবর্তন
বুধবার, ২৮ অক্টোবর ২০১৫



bsec-logo.jpgবঙ্গনিউজ ডটকমঃ শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম লেনদেনের শুরুর দিনেই বেড়ে যাওয়ার সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনার মধ্যে নতুন শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ নেওয়ার বিধানে পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।এখন থেকে স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোনো শেয়ারের লেনদেনের প্রথম কার্যদিবস থেকে ৩০তম দিবস পর্যন্ত বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দেওয়া যাবে না ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্জিন ঋণের নিয়মে এই পরিবর্তনের কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এবিষয়ে আগের নির্দেশনা বাতিল করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোনও সিকিউরিটি ক্রয়ের জন্য উহা তালিকাভুক্তির পর প্রথম ট্রেডিং দিবস হইতে ত্রিশতম ট্রেডিং দিবস পর্যন্ত কোনো মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।”

কোনো কোম্পানির শেয়ারের ক্যাটারি পরিবর্তিত হলে নতুন ক্যাটাগরিতে লেনদেনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

“স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনও সিকিউরিটির ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে প্রথম ট্রেডিং দিবস হইতে ত্রিশতম ট্রেডিং দিবস পর্যন্ত উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য কোনও মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।”

বিএসইসি নিয়মে পরিবর্তন আনার কারণ উল্লেখ না করলেও নতুন শেয়ার লেনদেনের প্রথম দিনে দাম অনেক বেড়ে যাওয়া ঠেকাতেই আইনে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

এবিষয়ে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বলেন, “আজকাল দেখা যায়, নতুন তালিকাভুক্ত শেয়ারের দাম প্রথম দিনে দুশো থেকে তিনশ শতাংশ বেড়ে যায়। ২০ টাকায় আসা শেয়ার প্রথম দিনে ৮০ টাকায় বিক্রি হয় পরে আবার তা ২০ টাকায় নেমে আসে।

“এ ধরনের বেড়ে যাওয়া ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা আইন পরিবর্তন করেছে ।”

বাংলাদেশের শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত শেয়ারের দাম শুরুর দিনে বেড়ে যাওয়া এবং কিছু দিন পরেই কমে যাওয়ার এই প্রবণতা ২০১৩ সাল থেকে চোখে পড়ছে।

ওই বছর ৩১ জানুয়ারি লেনদেনের প্রথম দিনেই পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্সুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১০০ টাকায় লেনদেন হয়। মঙ্গলবার ওই শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়।

পরের বছর অগাস্টে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির ১০ টাকার শেয়ারের দাম প্রথম দিনে প্রায় ৪০ টাকায় উঠে, যা মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬ টাকা ৯০ পয়সা ।

একইভাবে এবছর সেপ্টেম্বরে তালিকাভুক্ত আমান ফিডের ৩৬ টাকার শেয়ার প্রায় ১০০ টাকায় বিক্রি হয়, যার মূল্য একমাসের ব্যবধানে কমে মঙ্গলবার ৫৮ টাকা ৬০ পয়সায় নামে

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩২   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ