ঢাকার উত্তরা থেকে পালিয়ে প্রাণে রক্ষাপেলো শিশু গৃহকর্মী খাদিজা।।

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকার উত্তরা থেকে পালিয়ে প্রাণে রক্ষাপেলো শিশু গৃহকর্মী খাদিজা।।
সোমবার, ২৬ অক্টোবর ২০১৫



শিশু

বঙ্গ-নিউজ ডটকমঃ
পালিয়ে প্রাণে রক্ষাপেলো নির্মম নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী খাদিজা। তুচ্ছ অজুহাতে কখনো তার শরীরে ঢালা হতো গরম পানি আবার কখনো ছুরি বা বটি দিয়ে কুপিয়ে করা হত রক্তাত্ব জখম। আর চড় থাপ্পড় ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এভাবে দীর্ঘ ১৫ মাসের নির্যাতনের চিহ্ন নিয়ে ঢাকার রকিবুল ইসলাম হিরো নামে এক ব্যাক্তির বাসায় বন্দিদশা থেকে পালিয়ে মাগুরার শালিখা উপজেলার বাগডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ফিরে এসেছে ১২ বছর বয়সের খাদিজা নামে এক গৃহকর্মী। খাদিজা ওই গ্রামের সলেমান সরদারের মেয়ে। গত শনিবার বিকেলে পরিবারের সদস্যরা খাদিজাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। রকিবুল ইসলামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বরুলিয়া গ্রামে। খাদিজার মা ডালিম বেগম বলেন, তার মেয়ে খাদিজাকে অভাব-অনটনের কারণে দেড় বছর আগে গ্রাম্য প্রতিবেশি আবুল বাশারের মাধ্যমে ঢাকায় রকিবুল ইসলামের বাসায় মাসিক ১ হাজার টাকা চুক্তিতে কাজে দেওয়া হয়। তারপর থেকে মেয়ের সঙ্গে তাদের আর কোন যোগাযোগ নেই। রকিবুল ও তা স্ত্রীর মোবাইলে ফোন করলে তারা কখনো ফোন ধরেননি। প্রতিবেশি আবুল বাশারের কাছে মেয়ের খোজ নিলে তিনি বলেন খাদিজা ভাল আছে। অবশেষে ১৫ মাস পরে শনিবার ভোরে মেয়ে অসুস্থ অবস্থায় পালিয়ে বাড়ি এসেছে। নির্যাতনের শিকার খাদিজা জানায়, কাজে যোগ দেওয়ার পর থেকে রকিবুলের উত্তরার বাসায় তাকে রান্না ছাড়া সব ধরনের কাজ করতে হতো। এ সময় তুচ্ছ অজুহাতে প্রতিদিন তাকে চড়, থাপ্পড়, শরীরে গরম খুনতির ছ্যাঁকা ও গরম পানি ঢালা হতো। দিনে একবার পচাপান্তা খাবার দেওয়া হত। সর্বশেষ প্রায় দুই মাস আগে খাদিজার হাতের কনুইয়ের পাশে বটি দিয়ে ও কয়দিন পরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন রকিবুলের স্ত্রী শামীমা জাহান সুমি। হাসপাতালের বেডে শুয়ে খাদিজা তার হাতের শুকিয়ে যাওয়া ক্ষত স্থানগুলো দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। খাদিজার মা ডালিম বেগম বলেন, তারা আমার মেয়ের শরীরের সব রক্ত ঝরিয়ে ফেলেছে। আমি এর বিচার চাই। খাদিজা আরো জানায়, অবশেষে নির্যাতনের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে উত্তরার বাসার গার্ডকে ১০ টাকা দিয়ে একটি পাউরুটি কিনতে পাঠিয়ে কৌশলে পালিয়ে পরদিন সাভার এসে বাসে উঠে মাগুরা ফিরে আসি। খাদিজা তার উপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মোহাইমানুল হক বলেন, খাদিজার শরীরে ওল্ড ইনজুরি (পুরাতন ক্ষত) আছে। তবে বর্তমানে সে সুস্থ্য। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ঠ বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকেরা দেখে তার শারীরক অবস্থার ব্যাপরে রিপোর্ট দেবেন। খাদিজাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর খবর পেয়ে হাসপতালে আসা সদর থানার ওসি মুন্সি আছাদুজ্জামান বলেন, শিশুটির শরীরে নতুন কোন নির্যাতনের চিহ্ন নেই। তবে শরীরে পুরাতন দাগ রয়েছে। নির্যাতনের বিষয়ে তার পবিারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়য়ে কথা বলার জন্য রকিবুল হকের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩৫   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ