আত্মকথন-২! যাকিয়া মুসান্না মুন্নী

Home Page » ফিচার » আত্মকথন-২! যাকিয়া মুসান্না মুন্নী
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৩



attokothon.jpgএরপরেও গলার মাঝে এক অদ্ভুত কষ্ট দলা পেকে থাকে… প্রতিবার ঢোঁক গেলার সময় কাঁটার মত বারেবারে গলায় বিঁধে যায়… আর ফুসফুসসহ কলিজা-পাকস্থলীতে ব্যথা অনুভূত হয়! ভালো লাগে না আমার… কিচ্ছু ভালো লাগে না…এমনি প্রচন্ড ভালো না লাগা নিয়ে একেকটি দিন মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে পার করে যাচ্ছি! হাসি হাসি মুখ করে অজস্র কান্না গিলে খাচ্ছি!এটা কোন জীবন হলো? যে জীবন হওয়ার কথা ছিলো ফড়িং এর… প্রজাপতির; সে জীবন এখন ডানাকাটা পাখির মতো! রক্তাক্ত যন্ত্রণায় কেবল ছটফট করা…!

প্রতি জ্যোৎস্নায় আমার শরীর চড়চড় করে ওঠে… কতকাল জ্যোৎস্না দেখি না… কতকাল আমার প্রিয় শুকতারাটির সাথে একান্ত কথা বলা হয়ে ওঠে না! বিছানায় শুয়ে কেবলই ছটফট করি। জ্যোৎস্নার যাবতীয় অনুরণ আমি অনুভব করতে থাকি আর পুরতে থাকি! আমি ঠিক করে জানি ঠিক কোন সময়টায় চাঁদটা ঠিক আকাশের মাঝখানে থাকে আর চারিদিকে ফিনকী দিয়ে জ্যোৎস্না ঝরে! সেই আলো কুড়াতে না পারার তীব্র যন্ত্রনায় আমি একলা কাতরাতে থাকি!

জ্যোৎস্না তো জ্যোৎস্না… আমি তো ভুলেই গেছি আকাশের রঙ কেমন? সন্ধ্যা হয় হয় মুহুর্তে কেমন হয় গোধূলী? কিংবা ঘন অমাবস্যায় আকাশের ঘুটঘুটে কালো রঙটাই বা কতটা মিশমিশে কালো? আর কোন সময়টায় সমস্ত তারকারাজি ডুবে যায়?… আমি এ সকলই জানতাম! আকাশের নাড়ি-নক্ষত্র আমার চাইতে কে ভালো জানতো?

এখন আমার কিছুই মনে নেই, আমার কিছুই দেখা হয় না… সব কিছুই ভুলে গেছি! তোমাকেও!!কখনও সখনও খুউব করে চেষ্টা করি তোমার চেহারা মনে করার! কিন্তু আমি কিছুতেই তোমার চেহারা মনে করতে পারি না। কতকাআআল হয়ে গেলো তোমাকে দেখিনা! কতকাআআল!!!

তুমি কেমন করে হাসতে… তোমার গালের মাঝে সুক্ষ্ম টোল… কিছুই মনে নেই আমার! শুধু “তুমি তুমি” কি এক গন্ধ আমাকে আবেশিত করে রাখে এখনও! সেই আবেশ এখন আর আমার মাঝে সুখ বয়ে আনেনা… সীমাহীন তীব্র কষ্ট ছাড়া তুমি এখন আর কিছুই বয়ে আনো না আমার জন্য!!!

তোমাকে আমি সত্যি সত্যি ভুলতে চাই! এই শহর, এই লোকালয়, এই রাস্তা, এই ঘর, এই আমি… সব সব সব কিছুতেই কেবল তোমার ঘ্রাণ ছড়িয়ে আছে! আর তোমার এই ঘ্রাণ আমার মাঝে কষ্টের তীব্র বিষ ছড়িয়ে রাখে সব সময়! সর্বদা আতঙ্কে অস্থির করে রাখে তোমার অদৃশ্য ছায়া!আমি যদি সত্যি তোমাকে ভুলে যেতে পারতাম… ফোরসেপ দিয়ে গলার মাঝে আঁটকে থাকা দলা পাকানো কষ্টের কাঁটাটা তুলে নিতে পারতাম… ফড়িং অথবা প্রজাপতি নয় তবে ডানাকাটা পাখি হয়েও বেঁচে থেকে সুখ পেতাম… শুধু তোমাকে ভুলতে চাই!!! ভুলে যেতে চাই তোমার ঘ্রাণ!!!

বাংলাদেশ সময়: ০:২৯:০৫   ৭৫৭ বার পঠিত  




ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ