পূজায় কুমারীর আসনে মুসলিম মেয়ে

Home Page » আজকের সকল পত্রিকা » পূজায় কুমারীর আসনে মুসলিম মেয়ে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫



ভারতের কালনিতে এক মুসলিম মেয়েকে কুমারী সাজিয়ে পূজা করেছেন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা। গতবারও কালনিতে একজন মুসলিম মেয়েকে কুমারী পূজায় মায়ের আসনে বসান তারা। আর এ ব্যতিক্রমী আয়োজনের মূলে রয়েছেন ষষ্ঠী মল্লিক নামে এক হোমিওপ্যাথ ডাক্তার।

পূজায় কুমারীর আসনে মুসলিম মেয়েবঙ্গনিউজ ডটকমঃ শারদীয় দুর্গাপূজার নবমীতে প্রতিবারই চেনা পরিচিতদের নিয়ে কুমারী পূজায় মাতেন তিনি। আর পাঁচটা জায়গার মতো রীতি রেওয়াজ মেনেই অনুষ্ঠান হয়। শুধু একটাই ব্যতিক্রম- কালনার এ পূজায় কুমারী সাজে দেখা যায় মুসলিম মেয়েদের।

ষষ্ঠী মল্লিকের যুক্তি, ‘ধর্মের নামে রোজই কোথাও না কোথাও হানাহানি, মারামারি হয়। সকলে মিলে আনন্দই যে আসল আনন্দ, সেই বার্তা দিতেই এই পূজা।’

ষষ্ঠীবাবুর বাড়িতেই পূজার অনুষ্ঠান হয়। স্থানীয় বাসিন্দারা জানালেন, গতবারও তিনজনকে কুমারী সাজিয়ে পূজা করেছিলেন তিনি। তাদের মধ্যে একজন মুসলিম, একজন আদিবাসী, অন্যজন ছিল তথাকথিত ‘নিচু’ জাতের।

তারা বলেন, মায়ের বেশে সিংহাসনে বসার পরে কে কোন ধর্ম বা জাতের, সে প্রশ্ন অবান্তর হয়ে যায়। তখন কে বলবে এরমধ্যে কে হিন্দু, কে মুসলিম? এবার কুমারী সাজে পূজিতা হলো বালির বাজার এলাকার বাসিন্দা, প্রথম শ্রেণির ছাত্রী রুমা খাতুন।

রুমার মা রূপা বিবি বলেন, ‘ডাক্তারবাবুকে বহুদিন ধরে চিনি। মেয়েকে পূজা করার কথা বলতেই তাই রাজি হয়ে যাই।’

বৃহস্পতিবার সাত সকালে মেয়েকে নিয়ে ষষ্ঠীবাবুর বাড়িতে হাজির হয়েছিলেন রূপা। মেয়েকে গোসল করিয়ে, হলুদ তাঁতের শাড়ি পরিয়ে, ফুলের গয়নায় সাজাতে দেখে খুশি উপচে পড়ছিল মায়ের চোখে-মুখে।

নির্ঘণ্ট মেনে ষষ্ঠীবাবু নিজেই পূজায় বসলেন। পুজোর দায়িত্বে থাকা রীতা মিশ্র বলেন, ‘ধর্ম মানুষকে বেঁধে রাখে। আমরাও ডাক্তারবাবুর সঙ্গে সকলকে এক সঙ্গে নিয়ে চলার কাজ করছি।’

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৩   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ