প্যাকেজিং শিল্পের গুরুত্ব বাড়ছে।

Home Page » অর্থ ও বানিজ্য » প্যাকেজিং শিল্পের গুরুত্ব বাড়ছে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

নানা ধরনের আনুষঙ্গিক পণ্য উৎপাদন ও সরবরাহ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাত। আর বর্তমান প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাজারে চীনের সাথে প্রতিযোগিতা করতে হলে এই শিল্পের পূর্ণ বিকাশের কোন বিকল্প নেই। এমনটাই দাবি এ খাতের ব্যবসায়ীদের।

আর এজন্য চাই প্রণোদনা। পাশাপাশি শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দেয়া হলেও এর পুরোপুরি সুবিধা পান না বলেও অভিযোগ করেন তারা।

গত শতকের ৮০’র দশকে, যাত্রা শুরু করে গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্পখাত। ক্রমেই বাড়তে থাকা এ শিল্পের ১৪শ’ প্রতিষ্ঠানে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

আর এসব শিল্প প্রতিষ্ঠানে তৈরি বোতাম, জিপার, হ্যাঙ্গার, কলার ব্যান্ডসহ প্রায় ৩৫ রকম আনুষঙ্গিক পণ্যের সহজ প্রাপ্যতা বিশ্ববাজারে প্রতিযোগী করে তুলেছে দেশের তৈরি পোশাকখাতকে। বিভিন্ন দেশে বাড়ছে এ খাতের সরাসরি রপ্তানিও। তবে এই শিল্পের বিকাশে সরকারি সহযোগিতার অভাব রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, যেসব আইটেমস আমাদের দরকার হয় গার্মেন্টসকে সম্পন্ন করার জন্য সেটার পঁচানব্বই শতাংশ আমরা এখানে করছি।

খান এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের খান বলেন, সব এক্সপোর্ট সেক্টরে সরকার কিছু না কিছু ইনসেনটিভ দেয়। যেটা আমাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা পাইনি।

এদিকে, এ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হলেও, এর সুফল পেতে রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা।

২০১৮ সালে, এ শিল্পের বর্তমান রপ্তানির দ্বিগুণ লক্ষ্যমাত্রা ১২ বিলিয়ন ডলার অর্জনে, সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দূর করার দাবি জানান বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরী।

এছাড়া, সরকার জমি বরাদ্দ দিলে পণ্যের গুণগত মান যাচাইয়ে নিজস্ব অর্থায়নেই টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠার কথা জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ৯:০৮:৫৫   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ