গোলাপগঞ্জে নিসচা’র র‌্যালি

Home Page » আজকের সকল পত্রিকা » গোলাপগঞ্জে নিসচা’র র‌্যালি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খান বলেছেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।যার দরুন বহু লোক মারা যাচ্ছে। অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। অযোগ্য ড্রাইভিং, অতিরিক্ত মাল বোঝাই এবং আইনের যথেষ্ঠ প্রয়োগ না থাকার দরুন সড়ক দুর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। শুধু মানবন্ধন ও র্যা লিতে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক কর্মীকে সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যেতে হবে। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষন দিয়ে গড়ে তুলতে হবে।

সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চালক, মালিক, যাত্রী, পথচারীদের সচেতনতার জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ রানাপিং বাজারে আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত র্যা লি পরবর্তী পথসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম সামির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জামাল আহমদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, গোলাপগঞ্জ পল্লিবিদ্যুত সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, বিশিষ্ট পরিবেশবাদি আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ পৌর বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলাম আমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তাফা মুসা, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মামুন আহমেদ রিপন, গোলাপগঞ্জ গণদাবি পরিষদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী রিপন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী, নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়েক আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্না, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি নোমান মাহফুজ।

সভায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি সুহেল আহমদ, সদস্য ও বিডিজাহান ডটকম প্রতিনিধি নাঈম হোসেন, জয়পরাজয় ডটকম প্রতিনিধি জাকারিয়া মোহাম্মদ, সমাজ সেবক মোহাম্মদ ছাবুল আহমদ, হাছান আহমদ, ফরিদ আহমদ প্রমুখ ।

স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ,গোলাপগঞ্জ সেচ্ছাসেবক পাটশালার সভাপতি রুবেল আহমদ,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ও ডেইলি সিলেট ডট কম প্রতিনিধি জাহিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:০৩:৪৪   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ