সৌম্যকে নিল রংপুর, মুস্তাফিজকে ঢাকা

Home Page » ক্রিকেট » সৌম্যকে নিল রংপুর, মুস্তাফিজকে ঢাকা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫



  •  

 

RELATED STORIES

বঙ্গ-নিউজ ডটকমঃবৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হয় বিপিএল্রে তৃতীয় আসরের ‘প্লেয়ার্স বাই চয়েজ’। নিয়ম অনুযায়ী শুরুতে লটারি করা হয় দলগুলির মধ্যে। এই লটারিতে প্রথমেই নাম ওঠে রংপুর রাইডার্সের। প্রথম ক্রিকেটার ডাকার সুযোগ পেয়ে তারা ‘এ’ ক্যাটেগরি থেকে ডেকে নেয় আক্রমণাত্মক ওপেনার সৌম্য সরকারকে।

লটারিতে দুইয়ে ছিল ঢাকা ডায়নামাইটস। দলের প্রতিনিধি, সাবেক জাতীয় ক্রিকেটার আতহার আলি খান ডেকে নেন মুস্তাফিজকে।

তিন নম্বর দল হিসেবে ডাকার সুযোগ পায় চিটাগাং ভাইকিংস। জাতীয় দলে জায়গা হারানো বাটসম্যান এনামুল হককে দলে নেন চট্টগ্রামের দলটির প্রতিনিধি, সাবেক জাতীয় অধিনায়ক আকরাম খান।

চার নম্বরে দল হিসেবে ডাকার সুযোগ পেয়ে বরিশাল বুলস দলে নেয় ব্যাটসম্যান সাব্বির রহমানকে। পাঁচ নম্বরে ডাকার সুযোগ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নেয় উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে। প্রথম রাউন্ডের শেষ দল সিলেট সুপারস্টার্স দলে টানেন পেসার রুবেল হোসেন।

প্রথম রাউন্ডে দলগুলোর আগ্রহ ছিল তারকা ক্রিকেটার প্রতি। দ্বিতীয় রাউন্ডে সবকটি দলই নিজেদের দলের কৌশলগত প্রয়োজন অনুযায়ী দলে টেনেছে ক্রিকেটারদের।

এই দফাতেও লটারি ভাগ্যে প্রথম ডাকার সুযোগ পেয়েছে রংপুর। দলে নিয়েছে তারা আরাফাত সানিকে। বরিশাল এই দফায় দলে নেয় পেসার আল আমিন হোসেনকে। চট্টগ্রাম ভাইকিংস দলে টানে তরুণ গতি তারকা তাসকিন আহমেদকে।

ঢাকা দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও পরীক্ষিত পারফরমার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেনকে। কুমিল্লা এবার দলে টানেন ওপেনার ইমরুল কায়েসকে। আর দ্বিতীয় রাউন্ডের শেষ দল হিসেবে সিলেট ডেকে নেয় মুমিনুল হককে।

নিয়ম অনুযায়ী আগের রাউন্ডের সবশেষে ডেকে নেওয়া দল কুমিল্লা তৃতীয় রাউন্ডে ডাকার সুযোগ পায় সবার আগে। ডেকে নেয় তারা জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরিকে।

অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে দলে নেয় সিলেট। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের আলোচিত নাম তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে নেয় ঢাকা। ঘরের ছেলে অলরাউন্ডার সোহাগ গাজীকে দলে টেনেছে বরিশাল। চট্টগ্রাম নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে।

তৃতীয় রাউন্ডের সবশেষ দল হিসেবে রংপুর দলে নেয় উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।

বিপিএলের দলগুলোর খেলোয়াড় তালিকা:
 
রংপুর রাইডার্স: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), মুক্তার আলী, সাকলাইন সজীব, মোহাম্মদ নবি (আফগানিস্তান), জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মুরাদ খান, রাসেল আল মামুন।
 
ঢাকা ডায়নামাইটস: নাসির হোসেন (আইকন), মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল,  মোসাদ্দেক হোসেন, সোহেল খান (পাকিস্তান), শামসুর রহমান, সৈকত আলী, ডেভিড মালান (ইংল্যান্ড), ফরহাদ রেজা, নাবিল সামাদ, শাহজিব হাসান (পাকিস্তান), আবুল হাসান, ইরফান শুক্কুর।
 
চিটাগং ভাইকিংস: তামিম ইকবাল (আইকন), এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, জিবন মেন্ডিস (শ্রীলঙ্কা), নাঈম ইসলাম, সাঈদ আজমল (পাকিস্তান), এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা), শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল।
 
বরিশাল বুলস: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ সামি (পাকিস্তান), মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মাশরাফি বিন মুর্তজা (আইকন), লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা),  আরিফুল হক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), ধীমান ঘোষ।
 
সিলেট সুপারস্টার্স: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জশুয়া কব (ইংল্যান্ড), নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, সোহেল তানভীর (পাকিস্তান), নাজমুল হোসেন মিলন, আবু সায়েম।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২০   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ