বিপিএলে কে কোন দলে?

Home Page » আজকের সকল পত্রিকা » বিপিএলে কে কোন দলে?
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫



abd15

বঙ্গ-নিউজ ডটকমঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স বাই চয়েজ লটারি চলছে। হোটেল রেডিসন ব্লু’র বল রুমে ক্রিকেটারদের দলে টানছেন ফ্র্যাঞ্চাইজিরা। এ পর্যন্ত যে সব ক্রিকেটার দলে টেনেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো : ঢাকা ডাইনামাইটস : দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, বিদেশি ক্রিকেটার: সোহেল খান বরিশাল বুলস : দেশি ক্রিকেটার: সাব্বির রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন, বিদেশি ক্রিকেটার: সিকুজি প্রসন্ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স : দেশি ক্রিকেটার: ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্টিভেন্স, রংপুর রাইডার্স : দেশি ক্রিকেটার: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী, বিদেশি ক্রিকেটার: সচিত্রা সেনানায়েকে, চট্টগ্রাম ভাইকিংস : দেশি ক্রিকেটার: এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, ইলিয়াস সানী, বিদেশি ক্রিকেটার: জীবন মেন্ডিজ, সিলেট সুপার স্টার্স : দেশি ক্রিকেটার: রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, বিদেশি ক্রিকেটার: ক্রিস জর্ডান, বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী লটারির লিস্টে রয়েছে ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকা সংযোজন ও বিয়োজন দুটোই হবে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বাদ যাবেন। একই সঙ্গে নতুন দেশি ও বিদেশি ক্রিকেটার যোগ দিবেন। বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ পরে হবে। বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশি ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশি ক্রিকেটার খেলবেন। দেশি ক্রিকেটারদের মধ্যে ছয়জন আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এছাড়া ‘এ’ থেকে ‘ডি’পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা। চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার। তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৯:০৭   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ