নিরাপত্তা নিয়ে হুমকিঃ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের স্বচ্ছ তদন্তের দাবি কূটনীতিকদের।

Home Page » আজকের সকল পত্রিকা » নিরাপত্তা নিয়ে হুমকিঃ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের স্বচ্ছ তদন্তের দাবি কূটনীতিকদের।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫



02

বঙ্গ-নিউজ ডটকমঃ

নিরাপত্তা নিয়ে এখনও বিশ্বাসযোগ্য হুমকি রয়ে গেছে। তাই বিদেশীদের সতর্ক থাকতে হবে। বুধবার চার দেশের রাষ্ট্রদূতরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এ কথাই জানিয়েছেন। তারা কিছুটা বিস্ময় প্রকাশ করেন- আসলে দুই বিদেশী হত্যা নিয়ে কি হতে যাচ্ছে? তদন্ত অগ্রগতি সম্পর্কেও তারা জানতে চান। একাধিকবার তারা বলেছেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে। তবে তারা এটাও বলেছেন, নিরাপত্তা নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতগণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেড়ঘণ্টাব্যাপী বৈঠক করেন। দুই বিদেশী হত্যার পটভূমিতে ওই চার দেশের কূটনীতিকরা এখন একসঙ্গেই দৌড়ঝাঁপ করছেন। এর আগে তারা পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। যে বৈঠকটি ছিল নানা কারণে আলোচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্র্শিয়া বার্নিকাট সোজাসাপ্টা বলেন, নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে। তিনি অবশ্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠক সূত্রে জানা যায়, কূটনীতিকরা জানতে চান- দুই বিদেশী হত্যা নিয়ে তদন্ত কতদূর? তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে কিনা? একপর্যায়ে তারা বলেন, কি হতে যাচ্ছে তাদের কাছে স্পষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেন, অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হবে। তদন্ত এগিয়ে চলেছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করার নিরন্তর প্রয়াস চালাচ্ছি। খুব শিগগিরই তা উন্মোচিত হবে। কূটনীতিকরা বলেন, তাদের নাগরিকদের প্রতি দায়িত্ববোধ থেকেই সতর্কতা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে জানতে চান- হুমকির সুনির্দিষ্ট কোন তথ্য আছে কিনা? থাকলে শেয়ার করলে ব্যবস্থা নেয়া সহজ হবে। আমাদের গোয়েন্দারা খুঁজে বের করবে। তখন কূটনীতিকরা বলেন, যেসব জায়গায় শঙ্কা রয়েছে সেসব জায়গায় তাদের নিজেদের গোয়েন্দারাই কাজ করছেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে সমস্যা চিহ্নিত করা যাবে। ওই ঘটনার সঙ্গে আইএসের সম্পৃক্ততা আছে কিনা এ নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, চার রাষ্ট্রদূত হুমকির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। বর্তমানে বাংলাদেশে দুই লাখ ১৪ হাজার ৭০০ জন বিদেশী অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিয়মিত দেয়া হবে কিনা রাষ্ট্রদূতদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন নিরাপত্তা দেয়া দরকার ততদিন দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ