বিদেশি হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই জানা যাবে।

Home Page » আজকের সকল পত্রিকা » বিদেশি হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই জানা যাবে।
রবিবার, ১১ অক্টোবর ২০১৫



Kamal1444553590

বঙ্গ-নিউজ ডটকমঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশি হত্যাকাণ্ডের রহস্য বের করার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ, নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশবাসী খুব শিগগির জানতে পারবে দুই বিদেশি হত্যাকাণ্ডে কারা জড়িত। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রামের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কারাগারে প্রায় ১ হাজারের বেশি অবৈধ বিদেশি নাগরিক ছিল। তাদের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। তারপরও তারা ফিরে যাচ্ছে না। তাদের বিদেশি দূতদের বলার পরও তাদের নিচ্ছে না। এই মুহূর্তে ২ লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি বাংলাদেশে বিভিন্ন পেশায় কাজ করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এ বছরের শুরুতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহাপরিচালকের নেতৃত্বে সড়ক ও রেললাইনে বিশ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়। সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সদস্য শহীদ ও অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের এই আত্মত্যাগ দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানবসম্পদ উন্নয়ন তথা দেশের আর্থসামাজিক উন্নয়নে এ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দীন, উপমহাপরিচালক কর্নেল আসিফ ইকবাল, এ কে এম মিজানুর রহমান, ফোরকান উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০১   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ