নিজ এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার : প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » নিজ এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার : প্রধানমন্ত্রী
রবিবার, ১১ অক্টোবর ২০১৫



image_140239_0.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ দেশের প্রতিটি এলাকার শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় স্কুলে ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যে এলাকায় বসবাস সে এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার।”আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে রোববার সকালে শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে তদারকির নির্দেশ দেন। এ ছাড়াও শিশুদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “ভর্তি পরীক্ষা ছাড়াই শিশুদের তাদের এলাকার স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবে, তাদের লেখাপড়া করানোর জন্য পিঠে একগাদা বই চাপিয়ে দিয়ে সারাক্ষণ পড়ো পড়ো পড়ো বলে পড়ার জন্য চাপ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের খেলাধুলারও সুযোগ থাকতে হবে। শৈশবে আমাদেরও যখন সারাক্ষণ পড়তে বলা হতো, আমাদেরও খারাপ লাগতো।”

শেখ হাসিনা বলেন, “আমরা এখন মাথা উঁচু করে চলি। কারও কাছে মাথা নত করি না। সে কারণে আমাদের পুরোপুরি শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে।”

শিশুদের প্রতিটি অধিকার যেন সুনিশ্চিত হয় সে বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “প্রতিটি শিশুই স্কুলে যাবে, মেধা বিকাশের সুযোগ পাবে। সে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। একটি শিশুও ঝরে পড়বে না। তারা রাস্তায় ঘুরে বেড়াবে, এটা আমরা চাই না।”

শিশুদের খাদ্য, পুষ্টি, চিকিৎসার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৬   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ