তাবেলা সিজারের হত্যাকারী শনাক্ত!

Home Page » আজকের সকল পত্রিকা » তাবেলা সিজারের হত্যাকারী শনাক্ত!
শনিবার, ১০ অক্টোবর ২০১৫



tabela_99486

বঙ্গ-নিউজ ডটকমঃ

গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যায় অংশ নেওয়া বেশ কয়েকজনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের পর ওই এলাকার বেশ কয়েকটি স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও খুনিদের ফোনালাপ (সিডিআর) যাচাই-বাছাই করে সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করেছেন মামলার তদন্ত সংশ্লিষ্টরা। মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে হত্যায় সরাসরি অংশ নেওয়াদের শনাক্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ওই কর্মকর্তাদের দাবি, ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে। তবে জঙ্গি সংগঠন ‘আইএস’ হত্যার দায় স্বীকার করলেও তদন্তে নেমে এর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও তদন্তে এমন কোনো কিছুর প্রমাণ এখনো আমরা পাইনি। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও মোবাইল ফোন আলাপ যাচাই-বাছাই করে তাবেলা সিজারের কিলিং মিশনে যারা সরাসরি জড়িত ছিলো তাদের বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তারা পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাহবুবুল আলম বলেন, বেশ কিছু বিষয় সামনে রেখে আমরা মামলার তদন্ত শুরু করি। এ হত্যাকান্ডের মামলার তদন্তে বেশ অগ্রগতিও হয়েছে। বেশ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। গ্রেফতার হলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। এদিকে, ময়নাতদন্ত শেষে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারের লাশ ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে রাখা হয়েছে। ইতালিয়ান দূতাবাস থেকে লাশ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এক সপ্তাহের মধ্যে লাশ ইতালিতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ