নিরাপত্তা বজায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া

Home Page » বিশ্ব » নিরাপত্তা বজায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া
শনিবার, ১০ অক্টোবর ২০১৫



52d73c73e92b9804cb7c4495f5184a12-russia00.jpgবঙ্গনিউজ ডটকমঃ সিরিয়ায় পৃথক বোমা হামলা চালানোর ক্ষেত্রে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এই নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেন, যত দ্রুত সম্ভব এই আলোচনা হবে। রোববার এ আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি।এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, সিরিয়ায় আলাদাভাবে দুই দেশই আকাশপথে বোমা হামলা চালাচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা বা সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্রদেশগুলো তুরস্কের বিমান ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছে। পেন্টাগনের কর্মকর্তারা বলেন, ১ অক্টোবরের পর সিরিয়ায় রাশিয়ার বিমানের খুব কাছাকাছি একটি মার্কিন বিমান চলে এসেছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানগুলোর মধ্যে কতটা দূরত্ব রাখা হবে, তা নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে বেতারতরঙ্গ বা অন্য মাধ্যমে যোগাযোগের কথা ভাবা হচ্ছে।

১০ দিন ধরে সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কো বলছে, তারা উত্তর ও পূর্ব সিরিয়ার বিপুল এলাকা দখল করা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে ওই অভিযান চালাচ্ছে। আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষকে লক্ষ্য করে বেশি হামলা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:২৫:১৪   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ