হ্যাকিংয়ের শিকার ইউটিউব

Home Page » এক্সক্লুসিভ » হ্যাকিংয়ের শিকার ইউটিউব
শনিবার, ১০ অক্টোবর ২০১৫



ea_logo400x400.jpgবঙ্গনিউজ ডটকমঃ এবার হ্যাকিংয়ের শিকার হল ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের অনলাইন ফিফা তারকারা। হ্যাকাররা ইউটিউবের ৬ জন তারকা খেলোয়াড়ের আইডি হ্যাকসহ লাখ লাখ ফিফা কয়েন চুরি করেছে। সেই সঙ্গে কয়েকজন বড় খেলোয়াড়কেও খেলা থেকে বেরও করে দিয়েছে তারা।ফিফা কয়েন হচ্ছে এই খেলায় ব্যবহৃত ‘ইন গেইম’ মুদ্রা।

শুরুতে ফিফার নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসকে প্ররোচিত করে গেইমারদের আসল আইডি এবং ইমেইল অ্যাড্রেস নিয়ে নিয়েছে- এমনটাই এখন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হ্যাকিংয়ের শিকার একজন গেইমার ম্যাথিউ ক্রেইগ (নিক ম্যাথডিগেইমার) জানান, গত দুই সপ্তাহে তিনিসহ মোট ১০ জন গেইমারের আইডি হ্যাক করে হ্যাকাররা। এদের মধ্যে এনেসনগিব, ডব্লিউটুএস, নেপেন্থেজ, নিকটোয়েন্টিএইটটি, ব্যাটেসনএইটিসেভেন এবং ম্যাথডিগেইমারসহ ইউটিউব ফিফা গেমিংবিশ্বের নামকরা খেলোয়াড়রা অন্তর্ভুক্ত।

রোনাল্ডো নামের একজন খেলোয়াড়কে গেইম থেকে বের করে দেওয়া হয়েছে। ফিফা গেমটির মুদ্রায় তার মূল্য ছিল ৩৪ লাখ।

ক্রেইগ আরও বলেন যে, হ্যাকাররা ফিফার ভার্চুয়াল লিডারবোর্ড থেকে সবচেয়ে ভাল দলের গেইমারদের নির্বাচন করে। এরপরে এই হ্যাকিং কার্যক্রম চালায় তারা। হ্যাকিংয়ের শিকার আরেকজন গেইমার “নিক২৮টি” একটি ভিডিওতে বলেন, “কেউ আমার ছদ্মবেশে আমার আইডিতে ঢুকে গেইমিংয়ে অংশ নেয়।”

এ বিষয়ে সব গেইমারের কাছে ক্ষমা চেয়েছে ইএ স্পোর্টস। সেই সঙ্গে গেমারদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে নিজের আইডি পুনরুদ্ধার করার কথা জানিয়েছেন ম্যাথিউ ক্রেইগ।

বাংলাদেশ সময়: ১০:২২:৫১   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ