স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ ‘নীলনকশা’- বি এন পি

Home Page » আজকের সকল পত্রিকা » স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ ‘নীলনকশা’- বি এন পি
শনিবার, ১০ অক্টোবর ২০১৫



index3.jpgবঙ্গনিউজ ডটকমঃ আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপকে সরকারের জাতীয় নির্বাচনের দাবিকে পাশ কাটানোর একটি ‘নীলনকশা’ বলে অভিহিত করেছে বিএনপি।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ প্রতিক্রিয়া জানান। তিনি দলীয় পরিচয়ে নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার আইন প্রণয়নে সরকারি উদ্যোগের বিরোধিতা করে এর আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ করার দাবি জানান।
বিএনপির এই মুখপাত্র বলেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে স্থানীয় সরকার নির্বাচন দলগতভাবে হয়। বিএনপিও নীতিগতভাবে এর বিরোধিতা করে না। কিন্তু বাংলাদেশে বিভাজনের রাজনীতির যে রসায়ন, তাতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাস্তবসম্মত নয়। বর্তমান নির্বাচন কমিশনকে ‘আজ্ঞাবহ’ অভিহিত করে তিনি বলেন, ‘বর্তমান রকিবউদ্দীন আহমেদ কমিশনের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়। তা বিগত নির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার ক্ষমতাও বর্তমান প্রশাসনের নেই।’
আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে একটা নীলনকশা রয়েছে। আমরা জাতীয় নির্বাচনের দাবি করছি। সরকার এটাকে পাশ কাটাতে দলীয় প্রতীকে নির্বাচনের দিকে যাচ্ছে।’ তিনি বলেন, শাসক দলের যে চরিত্র প্রকাশিত হচ্ছে, তাতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয়ে হলে ভিন্ন দল ও মতের লোকেরা সেবা না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বিরোধীদলীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ঘটনা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার পিরোজপুর জেলার বানিপাড়া ইউনিয়নের ছাত্রদলের আটক সাধারণ সম্পাদক বায়েজিদের মুক্তির দাবি জানান বিএনপির মুখপাত্র।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা-বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম-বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করিম, তকদির হোসেন, খন্দকার আখতার হামিদ প্রমু

বাংলাদেশ সময়: ১০:২০:২৯   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ