পৃথিবীর কারণে ছোট হয়ে যাচ্ছে চাঁদ!

Home Page » এক্সক্লুসিভ » পৃথিবীর কারণে ছোট হয়ে যাচ্ছে চাঁদ!
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫



moonবঙ্গনিউজ ডটকমঃ অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য যে, ছোট হয়ে যাচ্ছে চাঁদ! নাসা জানিয়েছে, ধীরে ধীর চাঁদ ছোট হয়ে যাচ্ছে। চাঁদ ছোট হয়ে যাওয়ার পেছনে রয়েছে পৃথিবী। ‘লুনার রিকনিশনস অরবিটার ক্যামেরা (এলআরওসি)’ থেকে পাঠানো তথ্য-উপাত্ত বিশ্লেষণে উঠে আসছে এ তত্ত্ব।

নাসা ২০০৯-এ এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করে। এর মূল উদ্দেশ্য ছিল চাঁদের চারপাশে ঘুরে সবিস্তারে তথ্য সংগ্রহ করা। এতদিন ধরে সেই কাজ চালাচ্ছিল এলআরওসি। আমেরিকার মেরিল্যান্ডে নাসার কেন্দ্রে ডিসকভারি প্রকল্পের বিজ্ঞানীরা সেই তথ্য বিশ্লেষণ করে দেখেন।

উচ্চ রেজুলেশনের পাঠানো সেই ছবিতে দেখা গেছে চাঁদের গায়ে ভাঁজ ও ফাটলের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রথমে বিজ্ঞানীদের ধারণা হয়েছিল চাঁদের কেন্দ্রে থাকা উত্তপ্ত অংশ ধীরে ধীরে শীতল হচ্ছে। এতেই ক্রমশ সঙ্কুচিত হচ্ছে চাঁদ।

ফলে চাঁদের ভূত্বকে ভাঁজ ও ফাটল তৈরি হচ্ছে। দেখা গেল অনেক ভাঁজ, ফাটলই বেশ নতুন। কিন্তু হিসাব মিলছিল না। ক্রমেই বিজ্ঞানীদের মনে হতে লাগল চাঁদের এ অবস্থার জন্য শুধু চাঁদই দায়ী নয়, অন্য কোনো শক্তিও আছে। ফলে আরও গবেষণা চললো। শেষে মিলল অদ্ভুত তথ্য। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এ জন্য ‘দায়ী পৃথিবী’।

এতদিন আমরা জানতাম চাঁদের প্রভাবে পৃথিবীতে জোয়ার-ভাটা হয়। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ‘এ জোয়ার-ভাটাই উল্টো চাঁদের ওপরও প্রভাব বিস্তার করে। পৃথিবীর জোয়ার-ভাটার ধাঁচটি চাঁদের এ ভাঁজ ও ফাটলের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে।’

নাসার বিজ্ঞানীদের তৈরি গাণিতিক মডেল দেখাচ্ছে চাঁদ যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে, তখন এ প্রভাব সব থেকে বেড়ে যায়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ‘প্রক্রিয়া বেশ সক্রিয়। ফলে এখন অনেক ভাঁজ ও ফাটল তৈরি হচ্ছে। ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে চাঁদ। ফলে আমাদের প্রিয় চাঁদটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৪   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ