কামরুল দেশে ফিরিয়ে আনতে পুলিশ ১২ অক্টোবর যাচ্ছে সৌদি আরব

Home Page » আজকের সকল পত্রিকা » কামরুল দেশে ফিরিয়ে আনতে পুলিশ ১২ অক্টোবর যাচ্ছে সৌদি আরব
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫



150713161259_bangla_rajon_kamrul_islam_saudi_640x360_bbc_nocredit.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের একটি দল ১২ অক্টোবর সৌদি আরব যাচ্ছে।বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রক্রিয়া চলছে।

পুলিশের সহকারী মহাপরিদর্শক নজরুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন তিন সদস্য বিশিষ্ট একটি দল সৌদি আরবে যাবে ১২ তারিখে। মি. ইসলাম বলেন “১৩ বা ১৪ তারিখের মধ্যে কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে তারা।”

একদিকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগ এবং অন্যদিকে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগের প্রেক্ষিতে উভয় সরকারের সম্মত্তিক্রমে হচ্ছে বিষয়টি।

মি. ইসলাম জানান বন্দি বিনিময় চুক্তি না থাকায় উভয় সরকারের মধ্যে যোগাযোগ এবং আন্তর্জাতিক নিয়মনীতি মেনে আনতে হচ্ছে, সেটা একটা লম্বা প্রক্রিয়া তাই এই দেরি হচ্ছে।

বাকি যে দুইজন পলাতক আছে তাদের গ্রেফতারে সনাতনী ও প্রযুক্তিগত দুধরণের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় পহেলা অক্টোবর।

তবে এই মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম সৌদি আরবে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই এই বিচারকাজ চলছে।

রাজনকে খুঁটির সাথে বেধে পিটিয়ে নির্যাতন ও হত্যা এবং পরে ইন্টারনেটে তার ভিডিও ছড়িয়ে দেয়ার পর সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

রাজন হত্যা মামলায় মোট অভিযুক্ত ১৩ জন। গত ২২ শে সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সিলেটের মহানগর দায়রা জজ আদাল

বাংলাদেশ সময়: ১৮:০৪:০৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ