চোখে কাঁপড় বেঁধে ক্রিকেট বল মোকাবিলা!!!!!

Home Page » এক্সক্লুসিভ » চোখে কাঁপড় বেঁধে ক্রিকেট বল মোকাবিলা!!!!!
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫



6096301525c33dd7725fec8f7949af09-1.jpgবঙ্গনিউজ ডটকমঃ চোখে কালো কাপড় বেঁধে ক্ষ্যাপা ষাঁড় মোকাবেলার ঘটনা জানা আছে। তাই বলে চোখে কাঁপড় বেঁধে ক্রিকেট বল মোকাবিলা! কেভিন পিটারসেন তা-ই করলেন। খোলা চোখেই যেখানে বলে নজর রেখে দুর্দান্ত শট খেলা কঠিন। সেখানে পিটারসেন কী অবলীলায় একের পর এক শটে বল আছড়ে ফেললেন সীমানার বাইরে!
বল অবশ্য কোনো বোলার নন, করা হয়েছে বোলিং মেশিন দিয়ে। প্রথম বলটা প্রস্তুত হওয়ার আগেই করা হলো। স্টাম্প গেলে ভেঙে! এরপরই শ্যাডো-ট্যাডো করে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন কেপি। বল ছোড়া হলো মেশিন থেকে। সপাটে চালালেন ৩৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ইংলিশ ব্যাটসম্যান। বল উড়ে গেলে মাঠের বাইরে। দ্বিতীয় বলে আবারও সজোরে হাঁকালেন। বলের গন্তব্য একই, আকাশে উড়ে মাঠের বাইরে। তৃতীয় বলে টাইমিং না হলেও চতুর্থ বল ভাঙল মাঠের পাশের ভবনের জানালার কাচ! পঞ্চম বলে কেপির শট দেখে বিস্ময়াবিভূত না হয়ে পারা যায় না। প্রিয় শট সুইচ হিটে সীমানা পার!
ঝড়ে একবার বক পড়তে পারে, বারবার নিশ্চয় নয়। বারবার আন্দাজে শট খেলা কঠিনই। এক্ষেত্রে যুক্তি হতে পারে, বল যখন পিচ করেছে, তখন সূক্ষ্ম ইন্দ্রিয়তে শব্দ শুনে শট খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু শেষ বলটা যে হলো ফুলটস। আর সেটিও পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। অবিশ্বাস্য কেপি! অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা নিয়েই এ ইংলিশ ব্যাটসম্যান এসেছেন ধরাতলে।

বাংলাদেশ সময়: ১১:০৩:০২   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ