কী সিদ্ধান্ত নেবেন দুর্জয়?

Home Page » আজকের সকল পত্রিকা » কী সিদ্ধান্ত নেবেন দুর্জয়?
বুধবার, ৭ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন ‘ঝামেলা’ আছে। তবে ‘বিতর্ক’ নেই বললেই চলে। বিতর্ক যেটুকু আছে, তার মধ্যে অন্যতম দুর্জয়-পাপন-কোচ বিরোধ। সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছে না বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। সঙ্গে আছেন কোচ হাথুরুসিংহ। ইদানীং পাপন প্রকাশ্যে দুর্জয়ের তীব্র সমালোচনা করতে ছাড়ছেন না। আজ বিসিবিতে কর্মকর্তাদের মিটিং আছে। সেখানে নাজমুলের সঙ্গে দেখা হবে দুর্জয়ের। ওই মিটিংয়ে অস্ট্রেলিয়া সংক্রান্ত ঝামেলা, বিপিএল নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে ঘুরেফিরে সামনে আসছে দুর্জয়-পাপনের বিষয়টি। ধারণা করা হচ্ছে, আজই সিদ্ধান্ত হয়ে যেতে পারে বিসিবিতে কতদিন থাকছেন দুর্জয়!
দুর্জয়ের কাছের লোকরা বলছেন, সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে পারেন দুর্জয়। বিসিবির অন্দরমহলের খবর, একই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন পাপনও। তার মানে, ‘সরে দাঁড়ানো’ অথবা ‘বরখাস্ত’?
দুর্জয়-পাপন বিরোধ বেশি সামনে এসেছে মূলত ‘এ’ দলের ভারত সফর ঘিরে। ওই সফরের আগে দুর্জয়ের বেশ কিছু সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন বোর্ড সভাপতি। তাও দুর্জয়কে না জানিয়ে। দুর্জয় চেয়েছিলেন, দলের সঙ্গে কোচ হিসেবে ভারতে যাবেন সারোয়ার ইমরান আর ম্যানেজার হবেন হাবিবুল বাশার। কিন্তু নাজমুল ‘হঠাৎ’ সিদ্ধান্ত নেন হিথ স্ট্রিক এবং ফারুখ আহমদেকে ভারতে পাঠানোর।
একইভাবে ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফরের জন্য দুর্জয়ের নেওয়া সিদ্ধান্তকে অগ্রাহ্য করেছেন বোর্ড সভাপতি। এই সফরে কোচ-ম্যানেজার হিসেবে ইমরান এবং মিনহাজুল আবেদিনকে দলের সঙ্গে পাঠানোর প্রস্তাব করেছিলেন দুর্জয়। কিন্তু সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল এবং হাবিবুল বাশার দলের সঙ্গে থাকবেন।
দুর্জয়ের জন্য বিব্রতকর বিষয়ের এখানেই শেষ নয়। কোচের কাজ করার কথা তার সঙ্গে পরামর্শ করে। কিন্তু ‍হাথুরুসিংহ দুর্জয়কে ‘থোড়াই কেয়ার’ করেন। এর মূল কারণ হাথুরুসিংহকে সভাপতির সমর্থন।কিছুদিন আগে দুর্জয় নিজেই ‘অস্বস্তির’ কথা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন। একইভাবে পাপনও জানিয়ে দিয়েছেন, দুর্জয়কে নিয়ে তিনি সন্তুষ্ট নন।
সূত্রের খবর, খেলোয়াড়দের মাঝে বিপিএলের বকেয়া টাকা ভাগাভাগি নিয়েও বিতর্কে জড়িয়েছেন দুর্জয়। একাংশের দাবি, দুর্জয় পছন্দের খেলোয়াড়দের তুলনামূলক বেশি টাকা দিয়েছেন। বিষয়টি সভাপতিরও কানে গেছে। সবমিলিয়ে শাসক দলের সাংসদ দুর্জয়ের জন্য বিসিবি পাড়া হয়ে উঠেছে অশান্তির।স্বভাবতই বোর্ড মিটিংয়ের আগে প্রশ্ন উঠছে, এই অশান্তি থেকে আজই কি মুক্তি নিবেন দুর্জয়? নাকি বিরোধ লেটকাট করে থেকে যাবেন আরো কিছুদিন?

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪৩   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ