বঙ্গনিউজ ডটকমঃ
বলিউডে এক সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে পরিচিত ছিলেন অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। এই জুটি মুঝসে শাদি কারোগি, অ্যাতরাজ, আন্দাজ, ওয়াক্ত এর মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও পরবর্তীতে আর কোনো সিনেমায় দেখা যায়নি অক্ষয়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে। শুধু প্রিয়াঙ্কাই নয়, অক্ষয় ক্যাটরিনার সঙ্গে জুটি বেধেও নানা রোমান্টিক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয়-ক্যাটরিনা জুটি। হামকো দিওয়ানা কারগায়ে, সিং ইজ কিং, নমস্তে লন্ডন, তিস মার খান, ওয়েলকাম, দে ধানা ধান- সিনেমায় দেখা গিয়েছিল জনপ্রিয় অক্ষয়-ক্যাটরিনা জুটিকে। অক্ষয়ের সঙ্গে ক্যাটরিনা কেমিস্ট্রি নিয়ে কোনো প্রশ্ন ছিল না বলিউডে। তাহলে অক্ষয়, ক্যাটরিনাকেই বা কেন আর একসঙ্গে দেখা গেল না ইন্ডাস্ট্রিতে? অক্ষয়ের সঙ্গে কী হলো ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার? এ নিয়ে নানা গসিপ থাকলেও জেনে নিন আসলে ঠিক কী কারণে সাম্প্রতিক সময়ের আর কোনো সিনেমায় দেখা যায়নি অক্ষয়-প্রিয়াঙ্কা কিংবা অক্ষয়-ক্যাটরিনা জুটিকে। প্রথমেই আসা যাক প্রিয়াঙ্কা চোপড়ার কথায়। অক্ষয় কুমারের বিপরীতে প্রিয়াঙ্কার প্রথম সিনেমা ছিল আন্দাজ। এরপর অ্যাতরাজ। বেশ সাফল্য আসে ওই ২টি সিনেমায়। এরপর মুঝসে শাদি কারোগি কিংবা ওয়াক্ত। সব কিছুতেই ছিল অক্ষয়-প্রিয়াঙ্কার জমজমাট কেমিস্ট্রি। পরবর্তীর ঘটনা হচ্ছে- * ওয়াক্ত-এর পর থেকে প্রিয়াঙ্কা এবং অক্ষয় একসঙ্গে কাজ করার মত আর কোনো ভালো স্ক্রিপ্ট পাননি। পাশপাশি কোনো পরিচালকও তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে ডাকেননি। * বলিউডে বেশ কিছুটা সময় কাটানোর পর প্রিয়াঙ্কা চোপড়া একজন দক্ষ অভিনেত্রী হয়ে ওঠেন। বরফি, মেরি কম-এর মত বেশ কিছু স্ক্রিপ্টে তাকে অসাধারণ অভিনয় করতে দেখা যায়। সুতরাং, বলিউডে পোক্ত জায়গা করে নেওয়ার পাশপাশি প্রিয়াঙ্কা তার বিপরীতে নতুন অভিনেতা এবং নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন। * এসবের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কার হলিউড যাত্রা। বাজিরাও মাস্তানির শ্যুটিং শেষ করেই প্রিয়াঙ্কা পাড়ি দিয়েছেন মার্কিন টিভি সিরিজ কোয়ানটিকো-র শুটিং করতে। যা ইতিমধ্যেই প্রিয়াঙ্কার প্রতি মার্কিন দর্শকদের নজর কেড়েছে। সবকিছু মিলেয়ে ওয়াক্ত-এর পর আটকে গিয়েছে অক্ষয়-প্রিয়াঙ্কার অনস্ক্রিন রোম্যান্স। এবার আসা যাক ক্যাটরিনা কাইফের প্রসঙ্গে। পরবর্তীর ঘটনা হচ্ছে- * নমস্তে লন্ডন বা সিং ইজ কিং-এর পর ক্যাটরিনার বলিউডে কানেকশন আরও মজবুত হতে শুরু করে। ফলে নতুন নতুন অভিনেতাদের সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে তার। * অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করলে ফ্যান্টম বা এক থা টাইগার-এর মত অ্যাকশনভিত্তিক সিনেমায় কম দেখা মিলত না ক্যাটরিনার। কেননা অক্ষয়ের বিপরীতে অভিনয় করা মানে মূল ফোকাস সব সময় কেড়ে নেন অক্ষয়ই। তাই পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে দর্শকদের সঙ্গে নিজের পরিচয় করিয়েছেন ক্যাটরিনা। * বলিউডের অন্যান্য অভিনেতাদের বিপরীতে অভিনয়ের একের পর এক স্ক্রিপ্ট হাতে আসায়, অক্ষয়ের বিপরীতে আর ক্যাটরিনাকে দেখা যায়নি। এরকম বেশ কিছু কারণের জন্যই আর বলিউডে প্রিয়াঙ্কা কিংবা ক্যাটরিনার বিপরীতে দেখা যাচ্ছে না অক্ষয়কে। তবে ভক্তরা অপেক্ষায় রয়েছেন, আবারও রুপালি পর্দায় অক্ষয়-প্রিয়াঙ্কা এবং অক্ষয়-ক্যাটরিনা জুটিকে দেখার জন্য।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:১৩ ৩১৫ বার পঠিত