জাপানের নাগরিক হত্যার ঘটনায় মামলা

Home Page » আজকের সকল পত্রিকা » জাপানের নাগরিক হত্যার ঘটনায় মামলা
রবিবার, ৪ অক্টোবর ২০১৫



জাপানি নাগরিক কুনিও হোশি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশ (ডানে ওপরে) এবং রংপুরের আলুটারি গ্রামে হত্যাকাণ্ডের স্থান থেকে গতকাল আলামত সংগ্রহ করে পুলিশ l ছবি: প্রথম আলোবঙ্গনিউজ ডটকমঃ  রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে গতকাল শনিবার গভীর রাতে মামলাটি দায়ের করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউনিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
গত সোমবার রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার রেশ কাটতে না-কাটতেই গতকাল শনিবার রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় জাপানের নাগরিক কুনিওকে। পুলিশ এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) টুইট করে দাবি করেছে, তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে। একই সঙ্গে এ ধরনের আরও হামলার হুমকি দিয়েছে সংগঠনটি।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, কুনিও হোশি (৬৬) গত ৮ আগস্ট ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর ভিসার মেয়াদ ছিল। তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম জাকারিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আলুটারি গ্রামে কুনিওর একটি প্রকল্প আছে। সেখানে তিনি একধরনের ঘাসের আবাদ করতেন।এদিকে, জাপানি নাগরিককে হত্যার ঘটনার পর গতকাল রংপুর বিএনপি ও যুবদলের দুই নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁদের পরিবার। এই দুই নেতা হলেন মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী ওরফে বিপ্লব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ওরফে লাকু। রাশেদ-উন-নবী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী সোহেলের ছোট ভাই। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে পুলিশ বলেছে, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।

বাংলাদেশ সময়: ১০:৪১:৪১   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ