রোববার থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার আন্দোলন

Home Page » আজকের সকল পত্রিকা » রোববার থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার আন্দোলন
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



1

বঙ্গ-নিউজ ডটকমঃ

সহকারী শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও ৬ দফা দাবি আদায়ে লাগাতার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৪ ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। এছাড়া দাবি আদায় না হলে আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন সারাদেশের সহকারী শিক্ষকরা। ফেডারেশনের নেতা শাহিনুর আল আমিন জানান, কর্মসূচির ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ২০১৫ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালনের সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবত তাদের দাবি-দাওয়া সরকারের কাছে জানানোর পরও সরকার সহকারী শিক্ষকদের দাবির বিষয়ে কোনো রকম কর্ণপাত না করায় সহকারী শিক্ষক ফেডারেশন শনিবার আন্দোলনের এ কর্মসূচির ঘোষণা করেছে। শিক্ষক নেতারা বলেন, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আসন্ন সমাপনী পরীক্ষা বর্জন করার মত কর্মসূচিও ঘোষণা করা হবে। প্রাথমিক সহকারী শিক্ষকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ১. ঘোষিত অষ্টম জাতীয় বেতনস্কেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে (১২,৫০০ টাকা) পূনঃনির্ধারণ করা। ২. সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে নিয়োগ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করা। ৩. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা। ৪. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা এবং সকল প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা। ৫. টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা। ৬. নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসেবে ঘোষণা করে প্রাথমিক শিক্ষকদের জন্য অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪১   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ