বাহামায় ঘূর্ণিঝড় জুয়াকিন!!

Home Page » আজকের সকল পত্রিকা » বাহামায় ঘূর্ণিঝড় জুয়াকিন!!
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় জুয়াকিন’র আঘাতে সেখানকার বেশ কিছু বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, গাছপালা উপড়ে গেছে ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে যুক্তরাষ্ট্রের একটি পণ্যবাহী জাহাজ। এ জাহাজটিতে ৩৩ জন ক্রু ছিল। এদের মধ্যে ৩১ জনই আমেরিকান নাগরিক। বাকি ২ জন পোল্যান্ডের নাগরিক। ঘূর্ণিঝড়টি বাহামার যেসব দ্বীপপুঞ্জে আঘাত হানে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রুকড দ্বীপপুঞ্জ। আর এই দ্বীপপুঞ্জের নিকটেই নিখোঁজ হয় ২২৪ মিটার লম্বা ‘এল ফারো’ নামে ওই জাহাজটি। ইউএস কোস্টগার্ড একথা জানিয়েছে।

তারা জাহাজটির খোঁজে অভিযান চালাচ্ছে। তবে তারা এখনো জাহাজটির সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি। ‘এল ফারো’ নামে জাহাজটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকশনভিল বন্দর থেকে পুয়ের্তো রিকোর সান জুয়ান বন্দরের দিকে যাওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড়টি সংশ্লিষ্ট এলাকায় যখন আঘাত হানে তখন সেখানে জলোচ্ছাসের উচ্চতা ছিল প্রায় ২০ থেকে ৩০ ফুট। সেইসঙ্গে ছিল তীব্র বাতাস।

এর ফলে জাহাজটির যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে থাকতে পারে বলে ক্যাপ্টেন মার্ক ফেদোর নামে ইউএস কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন। ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৪ মাত্রায় যখন ছিল তখনই জাহাজটি এর কবলে পড়ে। এরপরই অবশ্য এটি ক্যাটাগরি ৩-এ রূপান্তরিত হয়ে দুর্বল হয়ে পড়ে। এদিকে, ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রের ‘ইস্ট কোস্টে’ ঘূর্ণিঝড়টির আঘাত হানার সম্ভাবনা দুর্বল হয়ে গেছে।

কারণ নতুন পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে ধাবিত হয়ে আটলান্টিকে গিয়ে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনগুলোয় তা আরো দুর্বল হয়ে পড়বে। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৫ যাত্রীসহ দুটি নৌকাও নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৭   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ