বাংলাদেশকে বাণিজ্যিক দেশ গড়তে চান শীর্ষ ব্যবাসায়ীরা

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশকে বাণিজ্যিক দেশ গড়তে চান শীর্ষ ব্যবাসায়ীরা
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



বাংলাদেশকে বাণিজ্যিক দেশ গড়তে চান শীর্ষ ব্যবাসায়ীরা

বঙ্গ-নিউজ ডটকমঃ

গোটা বাংলাদেশকে একটি বাণিজ্যিক দেশ হিসেবে গড়ে তুলতে চান দেশের শীর্ষস্থানীয় ব্যবাসায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতারা নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বাংলাদেশকে একটি বাণিজ্যিক দেশ হিসেবে গড়ে আশা ব্যক্ত করেছেন। গত শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিনের রাধুঁনি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবন্ধু প্রজন্মলীগ আয়োজিত বর্তমান ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা শীর্ষক এক আলোচনা সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দরা এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদের মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহফুজুর রহমান মিতা এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সহ-সভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিষ্টার জাকির আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমানা নাসরিন এবং বাংলাদেশ নন বেকার ফ্রোজেন ফুড এক্সপোর্টার সমিতির সভাপতি বাবুল আক্তার প্রমুখ।

এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই সরকারের কাজে সহযোগিতা করলে আগামীতে দেশ আরও এগিয়ে যাবে। তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, আমরা ব্যবসায়ীরা গোটা বাংলাদেশকে একটি বাণিজ্যিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিষ্টার জাকির আহমেদ বলেন, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু প্রজন্মলীগের একটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ব্রুকলিনের বাসিন্দা আব্দুল কাদের মিয়া দীর্ঘদিন ধরে এ কমিটির ব্যাপারে কাজ করছিলেন। তার কাজ দেখে আমি অভিভূত হয়েছি। তাই তাকে সভাপতি এটিএম রানাকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

উপস্থিত সকলকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের এ কমিটিকে সহযোগিতা করার আহবান জানান তিনি। ব্রুকলিনের নতুন রেস্তোরাঁ রাধুঁনিতে উপচে পড় দর্শকদের ভিড় পরিলক্ষিত হয়েছে। তবেউপস্থিত সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করেছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১০:১৬:৩০   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ