এমপির কাছে শিশুও নিরাপদ নয়: ন্যাপ।

Home Page » জাতীয় » এমপির কাছে শিশুও নিরাপদ নয়: ন্যাপ।
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



বিনাভোটের এমপির কাছে শিশুও নিরাপদ নয়: ন্যাপ

বঙ্গ-নিউজ ডটকমঃ

বিনা ভোটের এমপির হাত থেকে শিশুও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে স্কুলছাত্র সৌরভ মিয়ার আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “৫ জানুয়ারির বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। সে কারণেই মঞ্জুরুল ইসলাম লিটনদের হাতে আজ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রেরও নিরাপত্তা নেই। জনপ্রতিনিধির নামে এরা মূলত সমাজ, রাষ্ট্র ও জনগণের শত্রু। এ সকল মস্তিষ্ক বিকৃত, রুচিহীন মানুষের কারণে জনগণের কাছে রাজনীতি আর রাজনীতিবিদরা প্রশ্নবিদ্ধ।”

তারা বলেন, “শাসকগোষ্ঠী লুটেরা শ্রেণির স্বার্থ রক্ষা করতে আর নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে সন্ত্রাসীদের গায়ে যখন জনপ্রতিনিধি আর সংসদ সদস্যের সিল লাগিয়ে দেয় তখন জনগণের মনে প্রশ্ন জাগে, আসলে কি জাতীয় সংসদ জনগণের স্বার্থ রক্ষা করে? সেখানে কি আসলেই জনপ্রতিনিধিরা আছেন?”

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গণতান্ত্রিক শাসন ব্যবস্থার লক্ষ্যে সংসদ সদস্যদের জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তা না হলে গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।”

তারা বলেন, “ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যদের হাতে যেমন স্কুল শিশু নিরাপদ নয়, ঠিক তেমনই দেশ-জাতি-জনগণ-রাষ্ট্র-গণতন্ত্র কিছুই নিরাপদ নয়।”

তারা স্কুলছাত্র সৌরভের পায়ে গুলি করার অপরাধে অবিলম্বে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারকে অনৈতিক ও জনবিরোধী কর্মকাণ্ড তথা শিশুর ওপর গুলি করার মতো ন্যক্কারজনক কাজের মাধ্যমে জাতীয় সংসদের ভাবমূর্তি বিনষ্টের জন্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে জাতীয় সংসদ থেকে বহিষ্কার করার জোর দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণে শিশু সৌরভ প্রতিদিনের মতো জগিং করার সময় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন তার পায়ে তিনটি গুলি করেন।

বাংলাদেশ সময়: ১০:০৯:৩৫   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ