ভিলিয়ার্স-ডুমিনি ঝড়ে উড়ে গেল ভারত।

Home Page » ক্রিকেট » ভিলিয়ার্স-ডুমিনি ঝড়ে উড়ে গেল ভারত।
শনিবার, ৩ অক্টোবর ২০১৫



India1443809629

বঙ্গ-নিউজ ডটকমঃ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সেঞ্চুরিতে ১৯৯ রানের বড় পুঁজি গড়েও জিততে পারেনি ভারত। এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা। শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের দেওয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাই হয় দুর্দান্ত। হাশিম আমলা ও ডি ভিলিয়ার্সের উদ্বোধনী জুটিতে ৪৬ বলে আসে ৭৭ রান। আমলা ৩৬ রান করে রান আউটে কাটা পড়লে জুটি ভাঙে। তবে ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে ফিফটি তুলে নেন। দলীয় ৯৩ রানে ডি ভিলিয়ার্সকে বোল্ড করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩২ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করেন ডি ভিলিয়ার্স। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর পরই শুরু হয় ডুমিনির-তাণ্ডব। চতুর্থ উইকেটে ফারহান বেহারদিয়েনের সঙ্গে ৫৫ বলে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২ বল বাকি থাকতেই দলকে দারুণ এক জয় উপহার দেন ডুমিনি। মাত্র ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই বাঁহাতি। ৭টি ছক্কা ও একটি চারে বিধ্বংসী ইনিংসটি সাজান ডুমিনি। আর বেহারদিয়েন ২৩ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে শিখর ধাওয়ানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে রোহিত ও বিরাট কোহলির ১৩৮ রানের জুটিতে বড় সংগ্রহ পায় ভারত। ৬৬ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১০৬ রান করেন রোহিত। ২৭ বলে ৩ ছক্কা ও এক চারে ৪৩ রান করেন কোহলি। এ ছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১২ বলে অপরাজিত ২০ রানের সুবাদে ৫ উইকেটে ১৯৯ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট সর্বোচ্চ ২ উইকেট নেন।

বাংলাদেশ সময়: ৯:২১:২১   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ