সূর্যালোকে হাঁপানি দূর!!

Home Page » এক্সক্লুসিভ » সূর্যালোকে হাঁপানি দূর!!
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



photo3

বঙ্গ-নিউজ ডটকমঃ

সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি হাঁপানি রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণায় তারা দেখেছেন, সূর্যের আলো থেকে আমাদের দেহে যে স্বল্পমাত্রার ভিটামিন-ডি তৈরি হয় তা হাঁপানি প্রতিরোধে সহায়ক। ‘অ্যালার্জি অ্যান্ড কেমিক্যাল ইমিউনোলোজি’ সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। তবে গবেষণা অনুযায়ী এখনো রোগীদের চিকিৎসা শুরু হয়নি।

গবেষক দলের সদস্য অধ্যাপক ক্যাথরিন হাওরিলোয়িজ বলেন, যাদের দেহে ভিটামিন ডি’র উপস্থিতি বেশি, তারা সহজে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে পারেন। গবেষণায় মানুষের দেহের ভেতরে ইন্টারলুকিন-১৭ নামের একটি রাসায়নিক উপাদানের ওপর সূর্যালোকের ভিটামিন ডি-এর প্রভাব খতিয়ে দেখেছেন গবেষকরা। এ রাসায়নিক উপাদানটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ এ রাসায়নিকের মাত্রা খুবই বেশি হয়ে গেলে তা জটিল আকার ধারণ করে এবং হাঁপানি বেড়ে যায়।

asma
হাঁপানি রোগীদের শ্বাসনালী বন্ধ থাকার কারণে তারা শ্বাসকষ্টে ভোগে। এর চিকিৎসার জন্য বাজারে ওষুধ প্রচলিত থাকলেও অনেক রোগীর ক্ষেত্রেই তা সব সময় কার্যকর হয় না।

গবেষণায় দেখা গেছে, ভিটামিন-ডি ইন্টারলুকিন-১৭’র মাত্রা কমিয়ে দিতে সক্ষম। ফলে সূর্যালোকের ভিটামিন দিয়ে রোগীদের চিকিৎসায় ফল হয় কিনা তা নিয়ে এখন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তবে সূর্যের পর্যাপ্ত আলো ভিটামিন ডি’র উৎস এবং তা দেহের জন্য উপকারী হলেও অতিরিক্ত সূর্যালোক দেহের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪১   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ