জিএসপি ফিরে পেতে এতো শর্ত অযৌক্তিক: প্রধানমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » জিএসপি ফিরে পেতে এতো শর্ত অযৌক্তিক: প্রধানমন্ত্রী
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



1

বঙ্গ-নিউজ ডটকমঃ

ভয়েস অব আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিএসপি প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র জিএসপি নিয়ে ১৬ টা শর্ত দিয়েছিল যা বাংলাদেশ পূরণ করেছে। কিন্তু বাংলাদেশ জিএসপি সুবিধা খুব কম পেতো। কাজেই এতো শর্ত দেয়া অযৌক্তিক। আর জিএসপি ছাড়াও রপ্তানি বেড়েছে ৩২ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী বলেন, জিএসপি নিয়ে আমরা বলছি দিলে দাও না দিলে না দাও। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭০ তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থিত জাতিসংঘ বাংলাদেশ মিশনে ভয়েস অব আমেরিকাকে এ সাক্ষাতকার দেন প্রধানমন্ত্রী। সাক্ষাতকারে তিনি জাতিসংঘের দুটো পুরস্কার প্রাপ্তির জন্য বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন এটা তাদের অবদান। গণতন্ত্রকামী বিশ্বে শক্তিশালী ও সুসংবদ্ধ বিরোধীদল একটি অপরিহার্য অঙ্গ- এ বিষয়ে প্রধানমন্ত্রী কতটা সজাগ সে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, বর্তমানে সংসদে যারা বিরোধী দল আছে তারা যথেষ্ট গঠনমূলক কাজ করে যাচ্ছে। তারা সমালোচনা করছে, ওয়াকআউট করছে, প্রতিবাদও করছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে সংসদে অসংলগ্ন কথাবার্তা, খিস্তি খেউরের জন্য কথা কান পাতা যেতো না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বজায় রয়েছে। সাক্ষাতকারের শেষে প্রধানমন্ত্রী বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাংলাদেশ একটা বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বের কাছে সম্মান পেতো। সেই সম্মানটা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ধূলায় লুটিয়ে পড়ে। আওয়ামি লীগ ক্ষমতায় ছিল বলেই সেই জায়গা থেকে আবার বাংলাদেশের মানুষের সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে পেরেছে। অন্য কেউ আনবে না। এট হলো বাস্তব কথা। আমরা আনবো, আওয়ামি লীগ আনবে। আমরা এনেছি। সে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ, আরও সামনে নিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ২১:১৮:৩২   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ