ইউজিসি কর্মকর্তার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির।

Home Page » আজকের সকল পত্রিকা » ইউজিসি কর্মকর্তার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির।
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



ripon-press-2

বঙ্গ-নিউজ ডটকমঃ

র‌্যাবের হেফাজতে প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই দাবি করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘আইনি হেফাজতে থাকা অবস্থায় কারো মৃত্যু মেনে নেওয়া যায় না। এটা কারো কাম্য নয়। এটা বাংলাদেশের মানবাধিকারের ইনডেক্সকে আরো নিচে নিয়ে যাবে। আমরা এটা সমর্থন করি না। এই মৃত্যুর নিন্দা জানাই। এজন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।’ উল্লেখ্য, র‌্যাবের রিমান্ডে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যান ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ। এ ঘটনায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা শুক্রবার দাবি করেছেন, র‌্যাবের নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে। এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান রিপন বলেন, ‘সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। আমরা আশা করছি, রিভিউয়ে তিনি ন্যায়বিচারে খালাস পাবেন।’ তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পাননি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী দ্বিতীয়বার পাওয়ায় আলহামদুলিল্লাহ, আমরা খুশি।’ মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রিপন বলেন, ‘মেডিকেলের ভর্তির জন্য শিক্ষার্থীদের আন্দোলন ন্যায়সঙ্গত। বিএনপি এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সদয় আচরণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।’ এ সময় হজের অব্যবস্থাপনা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশি হাজিদের দুর্ভোগ লাঘবে এবং অসুস্থ হাজিদের চিকিৎসাসেবা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, ‘হাজি সাহেবদের দেখভাল করা, খেদমত করা ও খোঁজখবর নেওয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হজ মিশন ও সৌদিতে বাংলাদেশ দূতাবাস চরম ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা ও অবহেলায় হাজি সাহেবরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। বিএনপি এর তীব্র নিন্দা জানাচ্ছে।’ আসাদুজ্জামান রিপন বলেন, ‘বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহনে নিয়োজিত। কিন্তু সৌদি বিমান কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারলেও বাংলাদেশ বিমান পুরোপুরি ব্যর্থ হয়েছে।’ অবিলম্বে অতিরিক্ত লোকবল পাঠিয়ে হাজিদের দেশে ফেরা নির্বিঘ্ন করার দাবি জানান তিনি। রিপন বলেন, ‘বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ৭০০০’র বেশি মানুষ সৌদি আরবে হজ পালনের জন্য গিয়েছিলেন। এর মধ্যে ১১,০০০’র মতো হাজি দেশে ফিরেছেন। ফিরতি পথেও তারা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন। প্রতিটি ফ্লাইট ১৫ থেকে ১৬ ঘণ্টা বিলম্ব হয়েছে। অনেক হাজি তৃষ্ণা মেটাতে এক গ্লাস পানিও পাননি। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘হাজিরা যখন দেশে আসেন, তখন অনেকেই তাদের কাছে দোয়া চাইতে যান। কিন্তু এবার হাজি সাহেবরা আসছেন বিক্ষুদ্ধ হয়ে। তাদের এই ক্ষোভ সরকারের জন্য কী মঙ্গলজনক হবে?’ ব্রিফিংয়ে আসাদুজ্জামান রিপন জানান, মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামী শুক্রবার কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং সারাদেশের সব মসজিদে নিহত হাজিদের আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। আসাদুজ্জামান রিপন অন্যান্য ধর্মালম্বীদেরও তাদের উপাসনালয়ে নিহত হাজিদের আত্মার মাগফেরাত কামনায় এই কর্মসূচি পালনের আহ্বান জানান। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা মোস্তফিজুর রহমান বাবুল ও খোরশোদ মিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০১   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ