র‌্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু!!

Home Page » আজকের সকল পত্রিকা » র‌্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু!!
শুক্রবার, ২ অক্টোবর ২০১৫



ugc-sheershanews_98460

বঙ্গ-নিউজ ডটকমঃ

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাবের হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর এক সদস্য কাপড়ে মোড়ানো অবস্থায় ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসেন। তবে লাশের বাহকের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, ‘পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাবের সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন।’ শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আলী জানান, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ সেপ্টেম্বর মামলা হওয়ার পর ২১-২২ সেপ্টেম্বর ওমর সিরাজকে রিমান্ডে নেয়া হয়। ২৪ সেপ্টেম্বর মামলা র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর কী হয়েছে তা আমি জানি না।’ ওমর সিরাজের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ জানান, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছিল। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন তিনি। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে তাকে আরো দু’দিনের রিমান্ডে আনা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় অসুস্থতাবোধ করলে তাকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। তিনি হার্টএটাকে মারা গেছেন বলে জানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সহকারী পরিচালক ওমর সিরাজ (৩২), বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম (৩২) ও ঈশান ইমতিয়াজ হৃদয় (২২) নামের তিনজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:০২   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ