নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া!!

Home Page » ক্রিকেট » নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া!!
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫



abd1

বঙ্গ-নিউজ ডটকমঃ

বাংলাদেশ সফরটা শেষ পর্যন্ত বাতিলই করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের প্রাদেশিক দলগুলোর হয়ে খেলতে পাঠানোর মধ্য দিয়ে সেটা আচ করা গিয়েছিল। এবার নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে আসতে যাওয়া নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতির বিষয়টির মধ্য দিয়ে সেটা আরো স্পষ্ট হয়ে উঠল। বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া প্রস্তুতি শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের জন্য। নভেম্বরের ২৭ তারিখ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে অস্ট্রেলিয়ার দিবারাত্রির টেস্ট ম্যাচ। আর এই দিবারাত্রির টেস্টের জন্য ২৩ অক্টোবর গোলপী বল দিয়ে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে তার আগে খেলোয়াড়রা তাদের প্রাদেশিক দলের হয়ে খেলবে। যাতে তারা খেলার মধ্যেই থাকতে পারে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপী বলে দিবারাত্রির টেস্ট হবে। সেটার সঙ্গে কেউ-ই পূব পরিচিত নয়। তাই এই সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। যারা প্রাদেশিক দলের হয়ে খেলতে চায় তারা খেলবে। আর যারা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় তারা প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলবে। খেলোয়াড়দেরকে খেলার মধ্যে রাখতে হবে। তারা যদি গোলাপী বলে আরো বেশি প্রস্তুতি নিতে চায় তাহলে সেটারও ব্যবস্থা করা হবে।’ সূচি অনুযায়ী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে দফায় দফায় বৈঠক করে মঙ্গলবার ফিরে গেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। তারা বুধবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে কী আসবে না সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে আজ। তবে সিদ্ধান্তটা যে নেতিবাচক হচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১১:২৬:৪৩   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ