বঙ্গ নিউজ ডট কমঃ বাসের ছাদ। তাও দ্বিগুণ ভাড়া। মাথার ওপর গনগনে রোদ। তীব্র গরম। আবার লক্কড়ঝক্কড় গাড়ি। নানা স্থানে বেহাল সড়ক। সঙ্গে স্ত্রী এবং তিন ও সাত বছরের দুই শিশু। সমূহ বিপদের আশঙ্কা। তবু জীবিকার টান উপেক্ষা করার জো নেই পোশাক শ্রমিক নজরুল ইসলামের। কারণ বাসের ভেতরে জায়গা নেই। থাকলেও ভাড়া অনেক বেশি। শুধু নজরুল নন, জীবন হাতের মুঠোয় নিয়ে এভাবেই রাজশাহী থেকে ঢাকায় কর্মস্থলের উদ্দেশে ছুটছে অসংখ্য মানুষ।গতকাল বুধবার রাজশাহী বাস টার্মিনালে ঈদের ফিরতি যাত্রার এমন দুর্ভোগ ও ঝুঁকির চিত্র দেখা গেল। একই সঙ্গে টিকিট নিয়ে হাহাকার, আর বাস মালিক ও পরিবহন শ্রমিকদের দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেল। বাসভাড়া দ্বিগুণ হারে আদায় করার জন্যই ছাদের ওপর ঝুঁকি নিয়ে যাত্রা করছে নিম্ন আয়ের মানুষ।
পোশাক শ্রমিক নজরুল ইসলামদের নিয়ে বাসটি দুপুর ১২টার দিকে যখন ছাড়ে, তখন প্রচণ্ড রোদ। গরমে অন্য যাত্রীদের সঙ্গে বসে থাকতে গিয়ে হাঁপিয়ে ওঠে নজরুলের দুই শিশুসন্তান লিমা ও ফারুক। নজরুল জানান, তাঁর বাড়ি রাজশাহীর তানোরের মুণ্ডুমালা এলাকায়। কাজ করেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায়। স্ত্রী রোকসানা খাতুন ও দুই ছেলেমেয়েকে নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। সাত দিনের ছুটি শেষে গতকাল সকালে নারায়ণগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়ে আসেন রাজশাহী বাস টার্মিনালে। একটি লক্কড়ঝক্কড় মার্কা লোকাল বাসের দুটি টিকিট কিনে ঢাকায় যাবেন তিনি। কিন্তু টিকিটের দাম শুনে যেন মাথায় হাত পড়ে তাঁর। ঈদের আগে যে টিকিট ছিল ২৫০ টাকা করে, এখন তা ৫০০ টাকা। উপায় না পেয়ে নজরুল ইসলাম শেষ পর্যন্ত ঢাকাগামী রাফা পরিবহন নামের একটি লোকাল বাসের ছাদে চড়েন স্ত্রী ও সন্তানদের নিয়ে। তার পরও ১০০ টাকার ছাদের ভাড়া গুনতে হয়েছে ২০০ টাকা করে ৪০০ টাকা।
শুধু এই দুই শিশু নয়, রাফা পরিবহনের ওই বাসটির ছাদের প্রচণ্ড রোদ উপেক্ষা করে আরো ছয়টি শিশু নিয়ে বসেছিলেন তাদের অভিভাবকরা। বাসটির ছাদে ছিলেন পাঁচ নারী আর জনাদশেক পুরুষ। সব মিলিয়ে বাসটির ছাদে গাদাগাদি করে বসা ছিল অন্তত ১৬ জন যাত্রী, যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি।
জানতে চাইলে ছাদের এক যাত্রী মাইনুল ইসলাম বলেন, ‘সামান্য বেতনে ঢাকায় একটি কারখানায় কাজ করি। যা বেতন পাই তাতে পরিজন নিয়ে মাস পার করা দায় হয়ে পড়ে। এরপর বাসের তিনটি টিকিটের পেছনেই যদি ১৫ শ টাকা চলে যায়, তাহলে তো ঢাকায় গিয়ে না খেয়ে থাকতে হবে। তাই বউ-বাচ্চা নিয়ে বাসের ছাদে চড়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, নামি-দামি বাসগুলোতে ঈদের আগেই টিকিট উধাও হয়ে গেছে। গতকাল বিক্রি হয়েছে ৪ অক্টোবরের টিকিট। কাজেই শত শত যাত্রীর ভরসা এখন লোকাল বাস বলে পরিচিত লক্কড়ঝক্কড় মার্কা বাসগুলোই। আর সেই সুযোগে এই লক্কড়ঝক্কড় বাসের মালিক-শ্রমিকরাও আগের চেয়ে দ্বিগুণ অর্থ আদায় করছে। আগে যেখানে লোকাল বাসের প্রতিটি টিকিটের মূল্য ছিল সর্বোচ্চ ২৫০ টাকা, এখন সেখানে আদায় করা হচ্ছে ৫০০ টাকা করে। আবার ছাদে জনপ্রতি যেখানে সর্বোচ্চ ১০০ টাকা আদায় করা হতো, সেখানে দিতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে।
জানা গেছে, রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিক সময়ে ২০-২৫ জন মালিকের লোকাল বাস চলে। সেখানে ঈদের পরে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখে বাড়তি আয়ের আশায় যোগ দিয়েছেন আরো অন্তত ২০ জন মালিক। সব মিলিয়ে প্রায় অর্ধশত লক্কড়ঝক্কড় বাস চলাচল করে এ রুটে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, ‘ঈদের সময় সবাই একটু বাড়তি টাকা আয় করার চিন্তা করে। সেখানে শ্রমিকরা কিছু টাকা আয় করলে সমস্যা কোথায়?’ এ ক্ষেত্রেও তাঁর গতানুগতিক অজুহাত ফিরতি পথে বাস খালি আসছে।
অন্যদিকে গতকাল দুপুরে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড ঘুরে জানা গেছে, হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রীন লাইন, কেয়াসহ সব কটি উন্নত মানের বাসের ৩ অক্টোবর পর্যন্ত টিকিট বিক্রি হয়ে গেছে। গতকাল দুপুর পর্যন্ত বিক্রি হয়েছে ৪ অক্টোবরের টিকিট। সবাই ৪৫০ টাকার টিকিট বিক্রি করছে ৫০০ টাকায়। যাত্রীদের অভিযোগ, কেউ কেউ ৪৫০ টাকার টিকিট ৬০০ থেকে ৭০০ টাকায়ও বিক্রি করছে। আর ৭০০ টাকা এসি কোচের টিকিট বিক্রি হয়েছে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত। বিশেষ শ্রেণির মানুষের কাছেই এসব টিকিট বিক্রি করা হয়েছে।
এ ব্যাপারে ন্যাশনাল ট্রাভেলসের ম্যানেজার সাইদুর রহমান বলেন, ‘ঈদের আগেই ঈদের পরের অন্তত পাঁচ-ছয় দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। তাই সেই চাপটা এখনো রয়ে গেছে। যাত্রীদের তুলনায় উন্নত মানের বাসের সংখ্যা কম বলেই চাপ সামলানো যাচ্ছে না।’
অতিরিক্ত ৫০ টাকা করে আদায় সম্পর্কে জানতে চাইলে দেশ ট্রাভেলসের ম্যানেজার মাসুদ রানা জানান, ঢাকা থেকে অনেকটা ফাঁকা গাড়ি আসছে। এ কারণে প্রতি ঈদের মতো এবারও বাড়তি ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এর বেশি অতিরিক্ত টাকা তাঁরা নিচ্ছেন না বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১০:২৩:৪৯ ৩২৮ বার পঠিত