১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধন বাধ্যতামূলক।

Home Page » আজকের সকল পত্রিকা » ১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধন বাধ্যতামূলক।
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

বায়েমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া পহেলা নভেম্বর থেকে শুরু হবে। কিন্তু ১৬ ডিসেম্বর থেকে বাধ্যতামূলকভাবে সিম পুনঃ নিবন্ধন করতে হবে। দেশের সকল অপারেটরদের গ্রাহকদের সিম পুনঃ নিবন্ধন না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে বলে জানিয়েছেন দ্য অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সেক্রেটারি জেনারেল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা টি.আই. এম নুরুল কবীর।

বুধবার রাজধানীর গুলশানের অ্যামটবের কার্যালয়ে অ্যামটেবের সদস্য টেলিকম অপারেটরদের প্রতিনিধিদের উপস্থিতিতে এমন তথ্য তুলে ধরা হয়।

নুরুল কবীর বলেন, দেশের মোবাইল ফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য সরকারের সঙ্গে একযোগের কাজ করছে (অ্যামটব)। জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ভেরিফেকেশন করে বায়োমেট্রিকের মাধ্যমে সিম নিবন্ধন করার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে সংগঠনটি।

নুরুল কবির আরও বলেন, সিম নিবন্ধনের জন্য জাতীয় ডাটাবেজের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ এতদিন ছিল না। ফলে অপারেটরগুলো গ্রাহকদের দেয়া জাতীয় পরিচয় পত্রের তথ্যের সত্যতা যাচাই করার সুযোগ পায়নি। এর আগে ২০০৮ সালে সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয়া হলেও তথ্য যাচাইয়ের কোনো সুযোগ না থাকায় সেই উদ্যোগ সফল হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর থেকে অপারেটরদের সিম রেজিস্ট্রেশন তথ্যের সঙ্গে এনআইডি ডাটাবেজের তথ্য মিলিয়ে দেখে বৈধভাবে নিবন্ধিত সিম কার্ড যাচাইয়ের জন্য অপারেটর এবং সরকার সমন্নিত ভাবে কাজ করছে।

নুরুল কবির জানান, অতীতে সিম নিবন্ধনের জন্য জাতীয় পরিচয় পত্রের পাশাপাশি অন্যান্য পরিচয় পত্র দিয়েও সিম নিবন্ধন করা যেতো। জাতীয় পরিচয় পত্র বিহীন নিবন্ধিত সিমগুলো পুনরায় নিবন্ধন করতে হবে। এজন্য অপারেটররা গ্রাহকদের বার্তা পাঠাবে। তারা ঘরে বসেই জানতে পারবেন তারা সিমটি জাতীয় পরিচয় পত্র দিয়ে দিয়ে যথাযথ নিবন্ধন হয়েছে কিনা। নিবন্ধন না হলে কিভাবে নিবন্ধন করতে হবে সেটাও জানিয়ে দেয়া হবে।

তবে এজন্য ধরা বাধা কোনো সময় নেই বলেও সংবাদ সম্মেলনে জানান নুরুল কবীর। তবে অপারেটরগুলো খুব দ্রুত সিম পুনঃনিবন্ধনের কাজটি সম্পন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে।

দেশে যত্রযত্র সিম বিক্রি বন্ধের কোনো উদ্যোগ অপারেটরদের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল কবীর জানান, যত্রতত্র সিম বিক্রি বন্ধে অপারেটরগুলো উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের অপারেটরদের নির্ধারিত আউটলেটের মাধ্যমে সিম কেনার জন্য তাদেরকে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫৪   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ