সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

Home Page » আজকের সকল পত্রিকা » সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানসহ খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা হওয়ার পর এক বছরের বেশি সময় তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম গতকাল মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। এর আগে সোমবার এ চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

সিএমএম আদালতে দুদকের প্রসিকিউশন শাখার কর্মকর্তা গোপাল চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার এ চার্জশিট উপস্থাপন করা হবে আদালতে।

জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ছাড়া চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন ও মোতালেব হোসেন।

ডিএসসিসির সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমানের নাম মামলায় থাকলেও চার্জশিটে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, সাদেক হোসেন খোকা মেয়র হিসেবে দায়িত্বে থাকাকালে ডিসিসির নীতিমালা লঙ্ঘন করে অন্য আসামিদের যোগসাজশে বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থানে এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেন। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ডিসিসির এস্টেট বিভাগের ২৫২৫ নম্বর নথিতে নোটশিট পরিবর্তন করে আগের সিদ্ধান্ত বাতিল করে ৪৯৩টি দোকান বিভিন্নজনের কাছে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে মাসিক ভিত্তিতে বরাদ্দ দেন।

চার্জশিটে আরো বলা হয়, বঙ্গবাজারে অস্থায়ী বরাদ্দের মূলকপি গায়েব করে ফটোকপি সংরক্ষণ করা হয়েছে। কানুনগো মোহাম্মদ আলী দোকান বরাদ্দের নথির নোটে প্রতি বর্গফুটের ভাড়া ১০ টাকা উল্লেখ করেছিলেন। পরে তা অনুমোদন করেছিলেন তৎকালীন প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান। এরপর মেয়র সাদেক হোসেন খোকা প্রতি বর্গফুটের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করেছিলেন। তাঁরা কিসের ওপর ভিত্তি করে মাসিক ভাড়ার হার নির্ধারণ করেন, এর কোনো ব্যাখ্যা উল্লেখ করেননি।

খোকাসহ মোট আটজনের বিরুদ্ধে গত বছরের ২৪ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছিল দুদক।

বাংলাদেশ সময়: ১১:২০:২৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ