সিমন্সকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ।

Home Page » ক্রিকেট » সিমন্সকে বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গ-নিউজ ডটকমঃ

বিতর্কিত মন্তব্যের জন্য বরখাস্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। মাত্র দুই দিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সিমন্স। তিনি জানিয়েছিলেন, এই ওয়ানডে দলের ব্যাপারে তিনি কিছু জানতেন না। তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।
বরখাস্ত হওয়ার কারণে সিমন্সের দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপটিস্টা বর্তমানে জাতীয় নির্বাচক। দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ১৪ অক্টোবর শুরু হচ্ছে ক্যারিবিয়ানদের শ্রীলঙ্কা সফর। নতুন অধিনায়ক জ্যাসন হোল্ডারের প্রথম অ্যাসাইনমেন্ট এটি।
“ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সের মন্তব্য জেনেছে। এই মন্তব্য শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত দলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট প্রধান কোচকে বরখাস্ত করেছে। এর তদন্তও হবে।” বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধান কোচ দলের সাথে শ্রীলঙ্কা সফর করবেন না।”
ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দল এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু সিমন্স বলেছিলেন, বাইরের হস্তক্ষেপে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে দলের বাইরে রাখা হয়েছে। সিমন্স বলেছেন, তিনি ও নির্বাচকদের প্রধান ক্লাইভ লয়েড ওই দুজনকে দলে রাখার জন্য ভোট দিয়েছিলেন। হোল্ডারও দুজনকে দলে রাখার পক্ষে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি। ৩-২ ভোটে হেরে গেছেন তারা।
সিমন্স একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, “এটা হতাশার যে ক্যারিবিয়ানের জন্য সেরা ৫০ ওভারের দল নির্বাচন করা হয়নি। নির্বাচক কমিটির প্রধান ক্লাইভ লয়েড খুব ভালো বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, এখন ওদের দলে ডাকার সময় হয়েছে। কিন্তু দল নির্বাচন করতে গেলাম যখন তখন ৩-২ এ ভোটে হেরে গেলাম দুর্ভাগ্যজনকভাবে। অধিনায়কের এই ব্যাপারে ভোট নেই। তবে অধিনায়কও বলেছিল কেন তাদের দলে দরকার।”
এই বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন না ব্রাভো ও পোলার্ড। বিশ্বকাপের দল থেকেও তাদের বাদ দেওয়ায় অনেক বিতর্ক হয়েছিল। ওই সময় লয়েড বলেছিলেন, ওই দুই খেলোয়াড়ের সাথে তিনি আলাপ করেছেন। তাদের ব্যাখ্যা করেছেন যে নির্বাচক প্যানেল নতুন খেলোয়াড়দের নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৩৫   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ