প্রবাহমান পানির ‘চিহ্ন’ মঙ্গল গ্রহে!!

Home Page » আজকের সকল পত্রিকা » প্রবাহমান পানির ‘চিহ্ন’ মঙ্গল গ্রহে!!
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫



নাসা এই ছবিতে জমাট লবণকেই প্রবাহমান পানির ইঙ্গিত মনে করছে

বঙ্গ-নিউজ ডটকমঃ

মঙ্গলে পানির প্রবাহ রয়েছে- এমন ইঙ্গিত পাওয়ার দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা, যা গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা খতিয়ে দেখার ক্ষেত্রে দিক নির্দেশক হবে।

নাসা কয়েকদিন আগে ‘মঙ্গলে রহস্যের সমাধান’ শিরোনামের এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোমবার সংবাদ সম্মেলন ডাকার পর তা নিয়ে দারুণ কৌতূহল চলছিল বিশ্বজুড়ে।

সোমবার সেই রহস্যের চাদর সরিয়ে নাসার গবেষকরা বলেছেন, সৌর পরিবারের লাল গ্রহটির উপরিভাগে গ্রীষ্মের মাসগুলোতে পানির প্রবাহের চিহ্ন পেয়েছেন তারা।

ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে নাসার প্ল্যানেটারি সায়েন্স বিভাগের পরিচালক জিম গ্রিন ঘোষণা দেন, “এতদিন ভাবা হত মঙ্গল একটি শুষ্ক গ্রহ। কিন্তু তা নয়, বিশেষ পরিবেশে তরল পানির সন্ধান মিলেছে মঙ্গলে।

“এর মানে হল মঙ্গলে এখনও প্রাণের উদ্ভবের পরিবেশ রয়েছে।”

এই পানির উৎস কী কিংবা এর রসায়ন সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা বিজ্ঞানীরা এখনও পাননি। তবে তারা বলছেন, সৌরমণ্ডলে পরিবেশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহটিতে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে চিন্তার নতুন খোরাক দেবে এই প্রমাণ।

“মঙ্গলে আমরা পানিকে অনুসরণ করছিলাম, পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে আমাদের যে অনুসন্ধান এটা তারই অংশ। এখন আমরা বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে বলতে পারি, আমরা যা ভেবেছিলাম, তাই পাচ্ছি। এখন প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি, মঙ্গলে প্রবাহমান পানি আছে এবং তা এই সময়েই,” বলেন নাসার সহযোগী প্রশাসক জন গ্রুনসফেল্ড।

নাসার কৃত্রিম উপগ্রহ মঙ্গলের ‘রেকারিং স্লোপ লিনেই’ এর উপরের স্তরের যে ছবি পাঠিয়েছে, তা জমাট লবণের। এই লবণ মঙ্গলের হালকা বাতাসে থাকা পানির বরফ হওয়া কিংবা বাষ্পে পরিবর্তিত হওয়াকে নিয়ন্ত্রণ করে একে তরল আকারে প্রবাহিত করতে পারে।

মঙ্গলের পৃষ্ঠে গাছের ছড়ানো শিকড়ের মতো কতগুলো রেখার বিন্যাসই ‘রেকারিং স্লোপ লিনেই (আরএসএল)’ বা পুনরাবৃত্ত ঢাল রেখা, যার কারণে গ্রহটিতে পানি রয়েছে বলে ধারণা করা হত।

২০১১ সালে প্রথম নাসার উপগ্রহ চিত্রে মঙ্গলে আরএসএল ধরা পড়ে; যা গ্রীষ্মকালে দেখা যায়, কিন্তু তাপমাত্রা কমলে মিলিয়ে যেতে শুরু করে। তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির উপরে থাকলেও তা দেখা যায়।

মহাকাশযান মার্স রোজন্যান্স অর্বিটারের পাঠানো মঙ্গলের ‘কেমিকেল ম্যাপ’ বিশ্লেষণে নতুন একটি পদ্ধতি খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা।


তারা দেখেছেন, মঙ্গলপৃষ্ঠে বিষুবীয় অঞ্চলের কয়েক স্থানে আরএসএলে ওই লবণ জমে একমাত্র পানির উপস্থিতিতে।

মার্স রেজোন্যান্স অর্বিটারের পাঠানো আরএসএলের ছবি থেকে ছোট শিরাগুলোর ভেতরের ছবি স্পষ্ট ছিল না। তার স্পষ্ট করে দেখতে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির পিএইচডি ছাত্র লুজেন্ড্রা ওজাহেচাই ও তার সহযোগীরা।

“আমরা বলছি না যে আমরা মঙ্গলে প্রবাহমান পানি পেয়েছি, তবে আমরা দ্রবীভূত লবণ পেয়েছি। তবে আরএসএলে এখনও অনেক রহস্য রয়েছে,” রয়টার্সকে বলেন ওজাহেচাই।

মঙ্গলে অতীতে কখনও প্রাণ বেঁচে থাকার মতো পরিবেশ ছিল- এই ধারণা ছিল এতদিনের। এখন তা বদলে যাচ্ছে নতুন আবিষ্কারে।

বাংলাদেশ সময়: ১:৪০:২৯   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ