ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতি ঠেকাতে ব্যাংকার্স কমিটি গঠন।

Home Page » অর্থ ও বানিজ্য » ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতি ঠেকাতে ব্যাংকার্স কমিটি গঠন।
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫



 

বঙ্গনিউজ ডটকমঃ

সরকারি প্রতিষ্ঠানগুলোয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগে দুর্নীতি, অনিয়মের অভিযোগ অনেক পুরনো। এসব অনিয়ম, দুর্নীতি ঠেকাতে সরকার ব্যাংকার্স সিলেকশন কমিটি নামে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির মূল কাজ হবে সরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ তদারকি করা। কমিটি গঠনের বিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের এ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। কমিটিতে সদস্য হিসেবে রয়েছে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। এছাড়া রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাও (এমডি) এ কমিটির সদস্য। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত বা যুগ্ম সচিবকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
এ কমিটি সাতটি কার্যপরিধিতে আবদ্ধ। প্রজ্ঞাপনে এর কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ছাড়পত্রসহ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাঠানো শূন্য পদের বিপরীতে নিয়োগের চাহিদা অনুযায়ী এ কমিটি নিয়োগসংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে। কমিটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার আগেই প্যানেল তৈরিতে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাকরি প্রবিধানমালায় বর্ণিত বিধানাবলির সঙ্গে সঙ্গতি রেখে প্রার্থী বাছাই করবে। বাছাইকৃত প্রার্থীদের মেধাভিত্তিক সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বিতরণের জন্য একটি নীতিমালা বা পদ্ধতি তৈরি করবে।
এ কমিটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সরাসরি কোটায় পূরণযোগ্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্য পদগুলোর জনবল নিয়োগের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রার্থী বাছাই এবং নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বরাবর একটি ‘প্যানেল’ সুপারিশ করবে।
প্যানেল গঠনের জন্য কমিটিকে বিশেষ কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্যানেল প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোটাগুলো অর্থাৎ মেধা, কোটা, জেলা কোটা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা কোটা, মহিলা কোটা, উপজাতীয় কোটা, প্রতিবন্ধী কোটা ইত্যাদি অনুসরণ করবে।
প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় যাবতীয় ব্যয়ও কমিটিকে নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে কমিটি অল্প সময়ে প্যানেল প্রণয়ন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করবে। পাশাপাশি তা সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছেও পাঠাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেকশন কমিটি সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অনুমোদিত চাকরি প্রবিধানমালায় বর্ণিত বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে অন্তত দুটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেবে।
কমিটি প্রয়োজনে কোনো ব্যক্তিকে সাময়িকভাবে কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৪:৫৪   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ