খিলগাঁওয়ে ডাকাতি,৩০ ভরি স্বর্ণালংকার লুট!

Home Page » আজকের সকল পত্রিকা » খিলগাঁওয়ে ডাকাতি,৩০ ভরি স্বর্ণালংকার লুট!
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫



 

বঙ্গনিউজ ডটকমঃ

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করেছে ডাকাতদল। আজ রবিবার ভোরে পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বর এক ব্যাংকারের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন : ওই বাসার মালিক ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা এ কে এম গোলাম কবির কচি (৫২) ও তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার আত্মীয় ফরিদ উদ্দিন (৫৭)। খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ডাকাতির ঘটনায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ লুট হয়েছে বলেও জানান তিনি। তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানান।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে, পরে তাদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুজনকে প্রথমে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়ার হয়েছে। তাদের হাতের রগ কেটে যাওয়ায় পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

গোলাম কবীর জানান, তাদের চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন তিনি। ভোরে তার কক্ষের গ্রিল কেটে গামছা দিয়ে মুখবাঁধা ৩/৪ জন ঘরে প্রবেশ করে। পরে তারা দ্বিতীয় তলার দরজা খুলে তৃতীয় তলায় প্রবেশ করে তার বাবা গোলাম সরোয়ারসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এদিকে, চারতলা বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ফয়েজ উদ্দিন জানান, ভোরে বাসার গ্রিল কেটে ডাকাতদলের তিন সদস্য অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে বাসার মালিক গোলাম কবির কচির তৃতীয় তলার বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে তারা।

বাংলাদেশ সময়: ১১:০২:৩৫   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ