আত্মবিশ্বাসী ওয়াকার ইংল্যান্ডকে হারাতে!

Home Page » ক্রিকেট » আত্মবিশ্বাসী ওয়াকার ইংল্যান্ডকে হারাতে!
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫



 

বঙ্গনিউজ ডটকমঃ

ইংল্যান্ড নিজেদের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সম্প্রতি। দারুণ ফর্ম আছে তারা। কিন্তু সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের দ্বিতীয় হোম। ওখানকার কন্ডিশনও হাতের তালুর মতো চেনা পাকিস্তানীদের। সুতরাং, সেখানে ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য আশাই করতে পারেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস। তিনি বলেছেন, আমিরাতে তার দল ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য তুলে নিতে পারে।
“আমরা জিম্বাবুয়ের সিরিজের চেয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই বেশি মন দিচ্ছি।” ওয়াকার বলেছেন, “গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন পারফর্ম করলো দল তেমনটাই দলের কাছে আশা করছি আমি।” আমিরাতে গত বছর অস্ট্রেলিয়াকে ২-০ তে সিরিজ হারিয়েছে পাকিস্তান। এছাড়া নিউজিল্যান্ডের সাথে সিরিজ ১-১ এ ড্র করেছে। এই দুই সিরিজে পাকিস্তানের সাফল্যের অস্ত্র ছিল স্পিন। ইয়াসির শাহ, জুলফিকার বাবর ও মোহাম্মদ হাফিজ পেয়েছিলেন সাফল্য।
ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য পেতেও আশাবাদী ওয়াকার। কন্ডিশন বড় উপকার করবে। ওয়াকার বলেছেন, “অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছি তেমন খেললেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে আশাবাদী আমি। আমাদের খেলোয়াড়রা আমিরাতের পিচে অভ্যস্ত। এছাড়া ইউনিস খান, মিসবাহ উল হক ও আজহার আলীর সেঞ্চুরির দিকে তাকালেও সাফল্যের কথা ভাবতে পারি আমরা।”
হাফিজ বল করতে পারবেন না। সাঈদ আজমল থাকছেন না। ২০১২ সালে এই আমিরাতেই ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। তখন আজমল পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজমল না থাকলেও স্পিনের ওপর যে নির্ভর করবে পাকিস্তান তা বলছেন ওয়াকারই। তিনি বলেছেন, “আমাদের স্পিনাররা বিশেষ করে ইয়াসির শাহ ও জুলফিকার বাবর সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো করেছে। তাদের ভালো ফর্মের আশাই করছি।”
ইংল্যান্ড দলকে শক্তিশালী মানছেন ওয়াকার। আগের সিরিজে তাদের সহজেই হারালেও প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার উপায় নেই পাকিস্তানের। ওয়াকার বলছিলেন, সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজের কথা। তারপরও এক ধরণের হোম অ্যাডভান্টেজের আশা ওয়াকারের কণ্ঠে। বলেছেন, “তাদের ভালো কয়েকজন খেলোয়াড় আছে। আমার মতে কন্ডিশন তাদের জন্য ভিন্ন। কিন্তু আমাদের জন্য এটা দ্বিতীয় হোম। কারণ আমরা পাকিস্তানে খেলতে পারছি না।” ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। ১৩ অক্টোবর শুরু হচ্ছে ইংল্যান্ডের সফর।

বাংলাদেশ সময়: ১৪:১৬:২৫   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ