নাসির-রুবেলের নৈপুণ্যে ভারত বধ।

Home Page » ক্রিকেট » নাসির-রুবেলের নৈপুণ্যে ভারত বধ।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ

নাসির-রুবেলের অসাধারণ নৈপুণ্যে ভারত সিরিজে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আনঅফিসিয়াল একদিনে সিরিজে প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে পরাজিত করেছে টাইগাররা। বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেনের অনবদ্য ব্যাটিং-বোলিং এবং গতির ঝড় তোলা বোলার রুবেল হোসেনের কাছেই মূলত হেরেছে তারা।
ব্যাট হাতে অনবদ্য শতকের পর বল হাতেও নাসিরের ৫ উইকেট শিকার এবং রুবেলের ৪ উইকেট শিকারে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে ৬৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ এ দল। নাসির-রুবেলের দুর্দান্ত বোলিংয়ে ৪২.২ ওভারে ১৮৭ রান করে অলআউট হয়ে যায় ভারত এ দল।
দুই হোসেনের মধ্যেই প্রথম নয় উইকেট ভাগ হওয়ার পর শেষ উইকেটটিও শিকার করেন দলের অপর আরেক হোসেন। ভারতের ইনিংসের শেষ উইকেট ৩৪ রান করা গুরকিরাত সিং মান এর উইকেটটি লাভ করেন আল আমিন হোসেন।
ভারতের পক্ষে সফলতম ব্যাটসম্যান অধিনায়ক আনমাক্ত চাঁদ ৫৬ রান করে নাসিরের প্রথম শিকার হন। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর মানিশ পান্ডের ৩৬ রান।
ব্যাঙ্গালুরোর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সীদ্ধান্ত নেয় ভারত আনমাক্ত চাঁদ। ব্যাটিংয়ে নেমে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নাসিরের ১০২ রান এবং লিটন দাসের ৪৫ রানের সুবাদে আট উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ।
এনামুল হকের ৩৪ এবং সৌম্য সরকারের ২৪ রানের ছোট ইনিংস দলীয় সংগ্রহকে লড়াই করার মতো পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করে।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে জয়ের মাধ্যমে তিন ম্যাচ ওডিআই সিরিজে ১-১ এ সমতায় ফিরলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এ দল ৯৬ রানে পরাজিত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২৮   ৩৩১ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ