ভ্যাট থাকছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে: এনবিআর

Home Page » আজকের সকল পত্রিকা » ভ্যাট থাকছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে: এনবিআর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট থাকছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আর থাকছে না।’
একই সঙ্গে এই ভ্যাট প্রত্যাহারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে তেমন কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান।
এর আগে সোমবার সকালে মন্ত্রিসভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে তিনি এনবিআরকে নির্দেশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত ৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ ও অবরোধ শুরু করে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ‍মুখে এনবিআর থেকে দুই দফায় ব্যাখ্যা দেওয়া হয় যে, শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করবে। এতেও শিক্ষার্থীরা আশ্বস্ত হতে পারেননি। তারা রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, রামপুরাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।
এদিকে, মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবর ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
ধানমন্ডিতে আন্দোলনরত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দান মেডিক্যাল কলেজসহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করতে করতে নিজ ক্যাম্পাসে ফিরে যান।
বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩১   ২৮৯ বার পঠিত  




আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ