ভ্যাট বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে

Home Page » আজকের সকল পত্রিকা » ভ্যাট বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫



ভ্যাট প্রত্যাহারের দাবিতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: জাহিদুল করিম

বঙ্গনিউজ ডটকমঃ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববারও রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ধানমন্ডি, উত্তরা, রামপুরা বনানীর কাকলী মোড় ও চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সড়ক, নদ্দা-বসুন্ধরা এবং গ্রিনরোড-পান্থপথ সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বাসের চালককে বাস থামাতে বলছেন। ছবি: জাহিদুল করিম

শিক্ষার্থীদের অবস্থানের কারণে এই সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে অবস্থানের কারণে ব্যস্ততম মিরপুর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। একই অবস্থা কারওয়ান বাজার মোড় থেকে রাসেল স্কয়ার পর্যন্ত সড়কে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সড়কের ওপর বসে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। ছবি: জাহিদুল করিম

উত্তরার হাউস বিল্ডিং ও রামপুরা সড়কেও একই চিত্র দেখা গেছে। রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। কখন ছাড়বে বাস—সে অপেক্ষায় যাত্রীরা। ছবি: জাহিদুল করিম

ধানমন্ডিতে প্রথমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এরপর মিরপুর থেকে নিউমার্কেট আসার পথে তাঁরা সড়ক অবরোধ করেন। পরে বিপরীত পাশের সড়কও বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

কাকলী মোড়ে ও চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সড়কে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে বিমানবন্দর সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আটকা পড়েছে এই খুদে শিক্ষার্থী। ছবি: জাহিদুল করিম

শিক্ষার্থীরা পান্থপথ সিগনালে অবস্থান নেওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকার বাইরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর উত্তরা, রামপুরা, ধানমন্ডি ২৭, গ্রিনরোড ও পান্থপথে পৃথকভাবে জড়ো হয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। ছবি: জাহিদুল করিম

চট্টগ্রাম: নগরের ওয়াসা মোড়ে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে তাদের কর্মসূচি শুরু হয়। অবরোধ কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষা​র্থী অংশ নেন। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। এর ফলে ওই সড়ক ও আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

বেলা ১১টার দিকে নগরের প্রবর্তক মোড়ে ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

 

সিলেট: ভ্যাট প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সিলেটের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচিতে যোগ দেন হাজার খানেক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন।

এ ছাড়া লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে পৃথকভাবে সুরমা পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে একটি মিছিল নিয়ে তাঁরা নগরের রংমহল টাওয়ার এলাকায় অবস্থান নেন। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে গিয়ে অন্যদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আন্দোলন কর্মসূচির সমন্বয়ক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর আরোপিত কর বাতিল এবং ভর্তি ফি ও বেতন সরকারিভাবে নির্ধারণ করার দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৪২   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ