শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর

Home Page » আজকের সকল পত্রিকা » শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫



Image result for শাহজালাল বিশ্ববিদ্যালয়েবঙ্গনিউজ ডটকমঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে ১৯৩ তম সিন্ডিকেট সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিভুক্ত ছিল। সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের ১৩৭ তম সভার সুপারিশ অনুসারে আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক নারায়ণ সাহাকে সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ভর্তি পরীক্ষা কমিটি গঠন করেছিল একাডেমিক কাউন্সিল। সেই কমিটি ভর্তি পরীক্ষার তারিখ ১৪ নভেম্বর নির্ধারণ করে। আজ সেই কমিটি এবং কমিটির নির্ধারিত তারিখের বিষয়টির চূড়ান্ত অনুমোদন দেয় সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এস এম হাসান জাকিরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব মুশতাক আহমদ বলেন, ভর্তির আবেদন প্রক্রিয়াসহ এ সংক্রান্ত যাবতীয় বিষয় পরবর্তী সভার মাধ্যমে ঠিক করা হবে।

বাংলাদেশ সময়: ০:০৩:৫৪   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ