প্রজাপতির প্রদর্শনী চলছে জাতীয় জাদুঘরে

Home Page » জাতীয় » প্রজাপতির প্রদর্শনী চলছে জাতীয় জাদুঘরে
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫



11988604_912342252173701_4675429846341655849_nবঙ্গনিউজ ডটকমঃ বাটারফ্লাইবাংলাদেশডটকমের আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রজাপতির ছবি প্রদর্শনী  চলছে জাতীয় জাদুঘরে। ফেসবুক পেজ বাটারফ্লাই বাংলাদেশ’র (Butterfly Bangladesh) উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অভিনেতা হাসান মাসুদ আলোকচিত্রীদের একজন। তিনি ওয়েবসাইটটির অ্যাডমিনের দায়িত্বেও আছেন।

প্রজাপতি ছবির প্রদর্শন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই বিশেষ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই’র সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয় যাদুঘর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

প্রজাপতি ছবির প্রদর্শনী সম্পর্কে হাসান মাসুদ বলেন, ‘প্রজাপতির ওয়েবসাইটটি আমরা করেছি মানুষকে প্রজাপতি বিষয়ে সচেতন করা, প্রজাপতি সম্পর্কে পরিচিতি দেওয়ার উদ্দেশ্যে। আমরা খালি চোখে দেখি, প্রজাপতি উড়ছে, উড়ছে। আমাদের সাইটে কোনটি কোন জাতের প্রজাপতি, কোনটি কত দিন বেঁচে থাকে, কোনটি দুই সপ্তাহ, কোনটি চার সপ্তাহ বেঁচে থাকে-এসব নিয়ে কাজ করা হয়। প্রজাপতি পরিবেশের সঙ্গে অনেকভাবে সম্পর্ক রাখে। ফুলের পরাগায়ণে এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ বাঁচিয়ে রাখতে হলে প্রজাপতি বাঁচিয়ে রাখতে হবে।’

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক ফায়জুল লতিফ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনোয়ার হোসেন তুহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. আবদুল আলিম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪৩   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ